‘অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের সুযোগ’ রেখেই আইন অনুমোদন

বাংলাদেশে বিয়ের ক্ষেত্রে কনের বয়স সর্বনিম্ন ১৮ ও পাত্রের বয়স ২১ ঠিক রেখে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৬ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তবে বিশেষ ক্ষেত্রে আদালতের নির্দেশনা নিয়ে বা বাবা-মায়ের সমর্থনে অপ্রপাপ্তবয়স্ক মেয়েদেরও বিয়ের সুযোগ রাখা হচ্ছে এই আইনে।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রীপরিষদ সচিব বলেন, ‘মেয়েদের বিয়ের বয়স ১৮-ই আছে, পুরুষদের ক্ষেত্রে ২১। বাল্য বিয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্তদের সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন দুই মাস এবং সর্বোচ্চ এক লাখ টাকা ও সর্বনিম্ন দশ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘জন্ম তারিখ প্রমাণের জন্য বর ও কনের জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র, পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার সনদ ও পাসপোর্টে উল্লেখিত তারিখ গ্রহযোগ্য বলে বিবেচিত হবে।’

পথে প্রবাসে/সামিয়া ইসলাম।

আয়নাবাজির ডিজিটাল পাইরেসি: ঠেকানোর উপায় কী

_92083596_14470520_1125292000891424_1904660923866049566_n
‘আয়নাবাজি’ ছবির একটি দৃশ্য

বাংলাদেশে বেশ ব্যাবসাসফল একটি চলচ্চিত্র ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেয়ার পর তা ব্যাপকহারে পাইরেসি হচ্ছে।

প্রায় মাসখানেক আগে মুক্তি পাওয়া ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটি ফেসবুকে লাইভ প্রচার করাসহ বিভিন্ন ওয়েবসাইটে ডাউনলোডের জন্যও পাওয়া যাচ্ছে।

ঢাকার একটি প্রেক্ষাগৃহ ব্লকবাস্টারের কর্মকর্তা মাসুদ পারভেজ বলছেন, মুক্তির পর থেকে চলচ্চিত্রটির প্রায় প্রতিটি প্রদর্শনীই ছিল হাউজফুল।

কিন্তু কয়েকদিন আগে চলচ্চিত্রটি একটি মোবাইল কোম্পানির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করার পর এটি ব্যাপকহারে পাইরেসি হতে শুরু করে। এরপর থেকে প্রেক্ষাগৃহগুলোতেও দর্শকসংখ্যা বেশ কমে গেছে বলে জানান তিনি।

শুধু চলচ্চিত্র নয় বিভিন্ন সময়ে বারবার গান, নাটক এবং বই পাইরেসির অভিযোগ এসেছে।

পাইরেসির বিষয়ে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে যে দূর্বলতা রয়েছে সেটি স্বীকার করেই বাংলাদেশ কপিরাইট দপ্তরের রেজিস্টার জাফর আর চৌধুরী বলছেন, এনিয়ে আইনের সীমাবদ্ধতা এবং সচেতনতার অভাব দুটোই রয়েছে।

মি. চৌধুরী বলছিলেন, ১৯৬২ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ৭৭ টি চলচ্চিত্র কপিরাইট নিবন্ধিত হয়েছে। ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটিও কপিরাইট দপ্তরে নিবন্ধিত নয় এবং গান বা নাটকের ক্ষেত্রেও কপিরাইট নিবন্ধনের সংখ্যা খুবই কম ।

_92083594_13138772_1016237221796903_3773540653727344313_n

আয়নাবাজি ছবির পোষ্টার

“কপিরাইট আইনের আওতায় ২০১০ সালে একটি টাস্কফোর্স রয়েছে। শুধুমাত্র অভিযোগ পেলেই আমরা এনিয়ে অভিযান চালাতে পারি। কিন্তু আপনি যদি কপিরাইট নিবন্ধনই না করেন, তাহলে আমরা স্বত:প্রণোদিত হয়ে কিভাবে ব্যবস্থা নিতে পারি?” প্রশ্ন করেন মি. চৌধুরী।

পাইরেসির সমস্যাটি নিয়ে সবচেয়ে বেশি সরব সঙ্গিত শিল্পীরা এবং এনিয়ে তারা দীর্ঘদিন যাবত আন্দোলনও করেছেন।

সঙ্গিতশিল্পীদের অনেকে এখন অনেকেই শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মেই গান প্রকাশ করেন এবং সেখানে তাদের পাইরেসির কবলেও পড়তে হয়।

পাইরেসি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তদন্ত এবং এনিয়ে ব্যবস্থা নিয়ে থাকে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বলছিলেন, অভিযোগের ভিত্তিতে কিংবা কখনো নিজ থেকেই তারা পাইরেসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকেন। তবে প্রযুক্তিগতভাবে কাজটি বেশ চ্যালেঞ্জিং বলেও উল্লেখ করেন মি. রহমান।

তথ্য-প্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন বলছিলেন, মানুষ যেখানে পাইরেটেড কন্টেন্ট ডাউনলোড করে অভ্যস্ত হয়ে গেছে, সেখানে আইনের প্রয়োগ ছাড়া এটি নিয়ন্ত্রণে আর কোন উপায় নেই।

“প্রযুক্তিগতভাবে যত জিনিসই আপনি বের করেন তার পরদিনই দেখবেন সেটা ভাঙ্গার জন্য প্রযু্ক্তি চলে এসেছে এবং সেটা দিয়ে ডাউনলোড হচ্ছে। এটি সম্পূর্ণ আইন-শৃঙ্খলার ব্যাপার”। বলেন মি. স্বপন।

কপিরাইট দপ্তর বলছে, মেধাসত্ব বা কপিরাইট এবং নির্মাতা বা শিল্পীদের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় আইনের দূর্বলতা কাটিয়ে উঠতে আইন সংশোধনের একটি প্রক্রিয়া এখন চলছে।

সূত্রঃ বিবিসি বাংলা।

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় জেলে আটক

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে  বুধবার দুপুরে ১১ জেলেকে কোস্টগার্ড সদস্যরা আটক করেছে । এস সময় তাদের কাছ থেকে ট্রলার,জাল ও মাছ জব্ধ করা হয়েছে।ইলিশের প্রধান মৌসুম হিসেবে
মা ইলিশ মাছ রক্ষায় এ বছর ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন মেঘনা তেতুলিয়াসহ সাগর মোহনায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । ভোলা সদও উপজেলার মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের নেতৃত্বে মৎস্য বিভাগ সহ কোস্টগার্ড সদস্যরা বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলার তুলাতুলি,কাচিয়া এলাকার মেঘনা নদী অভিযান চালায়। এ সময় মাছ ধরার অপরাধে আবুল,সোহেল, শরীফ, রিয়াজ, রাসেদ, জুয়েল, কাশেম, ফারুক, হাসান, আবদুল হাই ,শরিফসহ ১১ জেলেকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২টি মাছ ধরা ট্রলার,৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ২০ কেজি ইলিশ মাছ জব্ধ করা হয়। পরে জব্ধকৃত জাল নদীর তীরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়াও জব্দকৃত মাছ গরিবদের মাঝে বিতরন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন জানান, আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়।এদিকে অবৈধভাবে নদী থেকে ড্রেজার দিকে বালু উত্তোলনের অভিযোগে মেঘনা নদী থেকে ইসমাইল, ফরিদ ও মনির নামের অপর তিন শ্রমিককে আটক করা হয়েছে।

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন।

ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

_91893747_1580ddec-f7b8-46ce-be02-b4042577b235
জেসিকা লিডসের ভাষায় তাকে “অক্টোপাসের” মত জাপটে ধরেছিলেন মি. ট্রাম্প

নারী বিষয়ে অশোভন মন্তব্য নিয়ে তুলকালামের পর ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ত্রিশ বছরের বেশি সময় আগে উড়োজাহাজে করে কোথাও যাচ্ছিলেন মি. ট্রাম্প।

একই ফ্লাইটে তার পাশের আসনটিতে বসেছিলেন এমন একজন নারী যাত্রী অভিযোগ তুলেছেন, মি. ট্রাম্প তার শরীর অশোভনভাবে স্পর্শ করেছিলেন।

তার ভাষায় যা ছিল “অক্টোপাসের” মত জাপটে ধরে যৌন নিপীড়ন চালানো।

অন্য একজন নারী অভিযোগ করেছেন, ২০০৫ সালে ট্রাম্প টাওয়ারে তার ইচ্ছার বিরুদ্ধে ঐ নারীর মুখে চুম্বন করেছিলেন মি. ট্রাম্প।

এই দুই নারীকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস।

_91893752_b016ceb3-4b65-4507-8018-38444060a235
ট্রাম্প টাওয়ার

তাদের এক প্রতিবেদনে ঐ দুইজন নারী অভিযোগ তুলেছেন, মি. ট্রাম্প তাদের ইচ্ছার বিরুদ্ধে অশোভন আচরণ করেছেন, এবং কখনো তা নিয়ে দু:খ প্রকাশ করেননি।

অবশ্য মি. ট্রাম্পের বিরুদ্ধে তোলা যৌন হয়রানির অভিযোগকে নাকচ করে দিয়েছে তার প্রচারণার কাজে নিযুক্ত দল।

প্রচারণা দল ঐ প্রতিবেদন এবং অভিযোগকে ‘কাল্পনিক’ এবং ‘ভিত্তিহীন’ বলে দাবী করেছে।

তবে অভিযোগকারী নারী দুইজনই আগে কখনো বিষয়টি নিয়ে অভিযোগ তোলেননি। যদিও নিজেদের পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে আলাপ করেছিলেন।

কিন্তু যখন তারা দেখলেন, মি. ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী চূড়ান্ত হয়েছেন, তখন তারা মুখ খোলার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমসকে।

সুত্রঃ বিবিসি বাংলা।

রায়পুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন রাজন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামের একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাজন ডাকাত দলের সদস্য ছিলেন।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি এলজি, তিনটি গুলি ও কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। রাজন অস্ত্র ও ডাকাতিসহ ১০টি মামলার আসামি।

নিহত রাজনের বাড়ি উত্তর কেরোয়া গ্রামে। তাঁর মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে।

থানা পুলিশ জানায়, ঘটনার সময় উত্তর কেরোয়া গ্রামের একটি সুপারি বাগানে ডাকাত সর্দার আজগরের নেতৃত্বে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে কয়েকটি পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে রাজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়।

পর্নে আসক্ত ঢাকার ৭৭ ভাগ স্কুলগামী শিশু

প্রতিকী ছবি

স্কুলগামী শিশুদের প্রায় ৭৭ ভাগ পর্নোগ্রাফি দেখে। বাণিজ্যিকভাবে তৈরি পর্নোগ্রাফির চেয়ে ব্যক্তিগত সম্পর্ক ঘিরে তৈরি পর্নো ভিডিও মানুষ বেশি দেখছে। বেশিরভাগ ক্ষেত্রে দেশে তৈরি এই পর্নোগ্রাফিগুলোয় যাদের ভিডিও দেখানো হচ্ছে তাদের বয়স ১৮-এর কম। অভিভাবকদের অসচেতনতা ও শিশুর প্রতি জীবনদক্ষতার অভাবেই পর্নোগ্রাফির ঝুঁকি বাড়াচ্ছে।

এছাড়া দেশের অনেক এখন পর্নোগ্রাফি দেখার পাশাপাশি শিশু পর্নোগ্রাফি বানানোর মতো ভয়ংকর কাজে যুক্ত হচ্ছে বলে জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন।

শনিবার সকালে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে শিশু পরিস্থিতি, সংবাদপত্র বিশ্লেষণ ও বিশেষজ্ঞ অভিমত’ উপস্থাপন করে। তাতেই এসব তথ্য জানা যায়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের শিশু সুরক্ষা কার্যক্রমের কর্মসূচি সমন্বয় সমন্বয়ক আবদুল্লাহ আল মামুন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থাটির নির্বাহী পরিচালক শাহীন আনাম, পরিচালক ড. তোফায়েল আহমেদ, বোর্ড সদস্য পারভীন মাহমুদ প্রমুখ।

আবদুল্লাহ আল মামুন বলেন, ঢাকার ৫০০ স্কুলগামী শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপে দেখা গেছে ৭৭ ভাগ শিশু নিয়মিত পর্নোগ্রাফি দেখছে। তারা সুস্থ যৌন শিক্ষার বিপরীতে বিকৃত যৌন শিক্ষার মধ্য দিয়ে বেড়ে উঠছে।

অনুষ্ঠানে শাহীন আনাম বলেন, শিশুরা এখন পর্নোগ্রাফি ও সাইবার ত্রক্রাইমের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এক্ষেত্রে পরিবারকে সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি বলেন, শিশুদের সুরক্ষা শুধু একার পক্ষে সম্ভ নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারকে শিশু সুরক্ষার মূল দায়িত্ব নিতে হবে। সর্বোপরি সমন্বিত প্রচেষ্টায় শিশুকে সুরক্ষিত রাখতে হবে।

তিনি ২০১৫ সালকে শিশুদের জন্য ভয়াবহ একটি বছর বলেও মন্তব্য করেন।

সূত্রঃ আমার সংবাদ।

১২অক্টোবর থেকে ২ নভেম্বর ইলিশ ধরা নিষিদ্ধ

ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমে এ বছর আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।একইসঙ্গে সংরক্ষণ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।

রোববার (০২ অক্টোবর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক সাংবাদিকদের জানান, ইলিশ ধরা নিষিদ্ধের সময় বৃদ্ধি এবং বঙ্গোপসাগরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কারণে ইলিশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

গত বছর এ সময় ১৫ দিন হলেও এবার ১৯৮৫ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ বিধি (প্রটেকশন এ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫) সংশোধন করে এ সময় ৭ দিন বাড়ানো হয়েছে। গত বছরের আগে ইলিশ ধরা নিষিদ্ধের সময় ছিল ১১ দিন।

এ সময়ে ইলিশ ধরা ও বিক্রির পাশাপাশি সরবরাহ ও মজুদও নিষিদ্ধ থাকে। এ আদেশ অমান্য করলে কারাদণ্ড ও জরিমানা গুণতে হয়। আশ্বিন মাসের প্রথম চাঁদের পূর্ণিমার দিন এবং এর আগে ৪ ও পরের ১৭ দিনসহ মোট ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। এবার ১৬ অক্টোবর আশ্বিন মাসের প্রথম চাঁদের পূর্ণিমা।

সূত্রঃ আমার সংবাদ।

নিজ বাসায় খুন এক নারী

রাজধানীর যাত্রাবাড়ির রসুলপুরে নিজ বাসায় খুন হয়েছেন এক নারী। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তার ভাবীকে।

বাড়ির মালিক জানান, গত রাত সাড়ে ১০ টার কিছুপরে, ৫ তলার ফ্ল্যাটে আর্তচিৎকার শুনতে পান তিনি। গিয়ে দেখেন, ফ্ল্যাটের দরজা খোলা। ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন দুই নারী। এতে পুলিশে খবর দেন বাড়ির মালিক। পরে, শিল্পী নামে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আর পারুল নামে তার ভাবীকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়, ঢাকা মেডিকেলে।

গেলো শুক্রবার ভাড়াটিয়া হিসেবে পাঁচ তলার ফ্ল্যাটে উঠেছিলেন তারা। পুলিশের ধারণা, পরিচিত কেউই এ ঘটনায় জড়িত। নিহতের গ্রামের বাড়ি, কুমিল্লার চৌদ্দগ্রামে।

অর্ধ কোটি টাকার গাঁজাসহ ট্রাকচালক আটক

কুড়িগ্রামে ধরলা ব্রিজের চেক পোস্টে ট্রাকে তল্লাশি চালিয়ে অর্ধ কোটি টাকার (৩৮৬ কেজি) গাঁজাসহ ট্রাকচালক রজব আলীকে (২২) আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক রজব আলী রাজশাহীর পবা উপজেলার আক্কাস আলীর ছেলে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহর নির্দেশে শুক্রবার সন্ধ্যা থেকে নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ওৎ পেতে থাকে। ১৩ ঘণ্টার অভিযানের পর শনিবার সকাল ১০ টায় ধরলা ব্রিজ চেক পোস্টে রাজশাহীগামী (ঢাকা-মেট্রো-ড-১১৫০৭৬) একটি ট্রাককে চ্যালেঞ্জ করে পুলিশ। ধানের তুষ ভর্তি ট্রাকটিতে তল্লাশি চালিয়ে মাঝখানে গর্ত করে বিশেষ কায়দায় রাখা ২৮ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। পরে ট্রাকসহ চালক রজব আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। অভিযান সমন্বয় করেন সহকারী পুলিশ সুপার (সার্কেল-এ) সনাতন চক্রবর্তী।

পরে পরিমাপ করে ৩৮৬ কেজি ৩০০ গ্রাম গাজা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ ১৮ হাজার টাকা।

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন।

ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির বহিষ্কৃত নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে সিলেটে আরও একটি মামলা করেছেন এক আওয়ামী লীগ নেতা।

বৃহস্পতিবার সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।  মামলায় অভিযোগ করা হয়, গত ২৫ সেপ্টেম্বর রাতে ইরাদ আহম্মদ সিদ্দিকী তার নিজের ফেসবুক পাতায় একটি স্ট্যাটাস দিয়েছেন।

বিস্তারিত…

শিরোনাম