২০ লাখ টাকায় কি ইজ্জত পাওয়া যায়? [অডিওসহ]

ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা ও দিনাজপুর-৬ আসনের সরকার দলীয় এমপি শিবলী সাদিকের বিবাহ বিচ্ছেদ এখন মিডিয়ার টপ অব দ্য কান্ট্রি। সম্পর্কের টানাপোড়েন, কেন এই বিচ্ছেদ, একমাত্র মেয়ে স্নেহা কার কাছে থাকবে?

আপনার সাবেক স্বামী শিবলীর অভিযোগ, আপনি নাকি উগ্র জীবনযাপন করতেন।  
আমি কেমন উগ্র জীবনযাপন করছি সেটা কি আপনারা জানেন না? আমি কেমন পোশাকে কীভাবে চলাফেরা করি, তাও সবাই জানেন। আমার দুঃখটা হচ্ছে নিজের দোষগুলো ঢাকার জন্য সে আমার নামে মিডিয়ার কাছে মিথ্যা বলছে।

আপনি নাকি রাত করে বাড়ি ফিরতেন।
আমি শেষ লাইভ শো করেছি আরটিভিতে। সেদিন আমার গুরুজীর (শফি মন্ডল) সঙ্গে অনুষ্ঠানে গান গেয়েছিলাম। রাত ২টায় অনুষ্ঠানটি শেষ হয়। আমার সঙ্গে আরো ছিলেন- ক্লোজআপ ওয়ানের লিজা, আমার বাবা ও মামা। একটা চ্যানেল থেকে যখন আমাকে তাদের অনুষ্ঠানে গান গাইবার জন্য বলা হয়, তখন একজন শিল্পী হিসেবে কি আমার সেখানে যাওয়া উচিত না? রাতে কোনো অনুষ্ঠানে গান গাওয়া মানে যদি নোংরামি হয়, তাহলে আমার কিছু বলার নেই।

টাকা নেয়ার জন্যই নাকি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন?
দু’জনেরই সমাজে থাকতে হবে। সবারই ব্যক্তিগত জীবন আছে। উনার তো অনেক টাকা, তার কাছে তো লাখ লাখ টাকা। সে তো স্বপ্নপুরীর (পিকনিক স্পট) মালিক, দিনাজপুর-৬ আসনের এমপি। আপনারা তাকে পাল্টা প্রশ্ন করেন, কেনো তাকে ছেড়ে সালমা চলে গেলো। কী এমন অত্যাচার করেছে আমাকে। যে কারণে আমি তাকে ছাড়তে বাধ্য হয়েছি।বিস্তারিত…

ক্লোজআপ তারকা সালমার সংসার ভেঙে গেলো

ভেঙে গেছে কণ্ঠশিল্পী সালমার সংসার। গেলো ২০ নভেম্বর রাজধানীর ধানমণ্ডির একটি রেস্তোরাঁয় দু’জনের পরিবারের উপস্থিতিতে তালাকের কার্য সম্পন্ন হয়। এসময় সালমাকে তার স্বামী শিবলী মোহরানার ২০ লাখ ১ টাকা বুঝিয়ে দেন।

২০১১ সালের ২৬ জানুয়ারি দিনাজপুর পৌরসভার চেয়ারম্যান ও দিনাজপুরের পিকনিক স্পট স্বপ্নপুরীর স্বত্বাধিকারী শিবলী সাদিককে বিয়ের করেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। ২০১৪ সালের ১ জানুয়ারি এ দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান।বিস্তারিত…

গলা খুলে গান করুন! আর অ্যাপের সাহায্যে সেরে নিন রেকর্ডিং

গান ভালবাসেন না এমন মানুষ কমই রয়েছেন! কেউ গান গেয়ে মন ভরান, কেউ গান শুনেই! গান শোনার জন্য তো অনেক অ্যাপ রয়েছেই। ইউটিউব, সাউন্ডক্লাউড-সহ বেশ কয়েকটা প্ল্যাটফর্মে সহজে গান আপলোডও করা যায়। কিন্তু খালি গলায় গাওয়া গান সব সময় আপলোড করার মতো হয় না। সেক্ষেত্রে যন্ত্রাণুষঙ্গ প্রয়োজন। চিন্তা নেই, তেমন অ্যাপও রয়েছে হাতের সামনে। তাই আর দেরি না করে স্মার্টফোনকে কাজে লাগিয়ে ফেলুন!

• রেকর্ডিং স্টুডিও লাইটের মাধ্যমে আপনি গান রেকর্ডিংয়ের সঙ্গে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট ফাইল ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটাই এমপিথ্রি ফরম্যাটে হবে। রেকর্ডিংয়ের পরে এডিট করার সুযোগও পাবেন। নিখুঁত করার জন্য।
• মিক্স প্যাড মিউজিক মিক্সার ফ্রি— এই অ্যাপের প্রধান বৈশিষ্ট, মিক্স-আপ। অর্থাৎ একটা গানের সঙ্গে আরেকটা গান মিশিয়ে নেওয়া। এডিটিং তো করতেই পারবেন। এছাড়া কমপ্রেশন, রিভার্বের মতো বেশ কিছু স্পেশ্যাল রেকর্ডিং এফেক্টের সুবিধেও রয়েছে।
• আইস্কাইসফ্‌ট অডিও রেকর্ডার অ্যাপের মাধ্যমে রেকর্ডিংয়ের সঙ্গে গান ডাউনলোডও করতে পারবেন। তিন হাজারেরও বেশি গান ডাউনলোড করা যাবে। রেডিও স্টেশন থেকে গান ডাউনলোড করার সুবিধেও রয়েছে। এক অ্যাপেই সব! এছাড়া যে কোনও গান সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন এই অ্যাপেই।

• সাউন্ড অ্যান্ড ভয়েস রেকর্ডার-এএসআর। মিউজিক রেকর্ডিংয়ের এই অ্যাপের মাধ্যমে গান রেকর্ডিংয়ের সময় বিভিন্ন সাউন্ড এফেক্ট ব্যবহার করতে পারবেন গানে। থ্রিজিপি, এমপিফোর, এএসি-সহ বিভিন্ন ফরম্যাটেই গান তৈরি করতে পারবেন। এডিটিং-সহ আরও নানা সুবিধে তো রয়েছেই এই অ্যাপে। গানে ভুবন ভরিয়ে দিন!

সূত্রঃ এবেলা ।

শিরোনাম