মা-বাবার কাছে ফিরতে চায় সাগর

চাটমোহরে কুড়িয়ে পাওয়া ৯-১০ বছরের শিশু সাগর থানা হেফাজতে থাকার পর অভিভাবকদের কোনো সন্ধান না পেয়ে রাজশাহী সেফহোমে পাঠানো হয়েছে। মা-বাবার কাছে ফিরতে চায় সাগর নামের কুড়িয়ে পাওয়া শিশুটি। শুক্রবার চাটমোহর উপজেলার গফুরাবাদ রেলস্টেশন এলাকায় এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল শিশুটি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর থানা পুলিশের জিম্মায় দেয়।বিস্তারিত…

পুলিশ কর্মকর্তাদের মানবিক হতে বললেন প্রধানমন্ত্রী

 রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে বুধবার ৩৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এ আহ্বান জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা ও গান পাউডার উদ্ধার

গড়াইপাড়ার একটি বাঁশবাগানে শনিবার রাতে এই অভিযান চালানো হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।বিস্তারিত…

বরেন্দ্র গবেষণা জাদুঘর; বাংলাদেশের প্রথম জাদুঘর।

বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর। এটি প্রত্ন সংগ্রহে সমৃদ্ধ। ১৯১৩ খ্রিস্টাব্দে এই প্রত্ন সংগ্রহশালাটি ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছিল। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বারা জাদুঘরটি পরিচালনা হয়ে থাকে।বিস্তারিত…

কাজে ফিরেই বরখাস্ত সিলেট, রাজশাহীর মেয়র

আদালতের অনুমতি নিয়ে দায়িত্বে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই আবার বরখাস্ত হয়েছেন বাংলাদেশের দুটি সিটি কর্পোরশেনের দুই মেয়র।

এরা দুজনেই বিরোধীদল বিএনপির নেতা এবং জেলা পর্যায়ে দলীয় সংগঠনের নেতৃত্বে রয়েছেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তির প্রশ্নে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।বিস্তারিত…

ভোগ ম্যাগাজিনের মডেল রাওদার আতিফের মৃতদেহ রাজশাহী থেকে উদ্ধার…

rr

ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের মডেল ও মালদ্বীপের নাগরিক রাওদা আতিফকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ আজ তার মৃতদেহ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের হোস্টেল থেকে উদ্ধার করেছে। ২০ বছর বয়সী আতিফা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।বিস্তারিত…

রাজশাহীতে দুই ছেলের হাতে বৃদ্ধ খুন

রাজশাহীতে দুই ছেলের হাতে এক বৃদ্ধ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম আবুল শেখ (৬৫)। তার বাড়ি নগরীর বহরমপুর এলাকায়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তিকে বালিশ চাপা দিয়ে ঘরের মধ্যে খুন করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শরিফুল ইসলাম নামে তার এক ছেলেকে আটক করেছে।বিস্তারিত…

রাজশাহীতে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১ আহত ১০

কাশিয়াডাঙ্গা শান্তির মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে একজন নিহত ও ১০জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৭টার এ ঘটনা ঘটে। বাসটি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলো।নিহতের নাম রকিবুল ইসলাম(৩৫)। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রাথমিক ভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। আহত ব্যক্তি হলেন গোদাগাড়ী উপজেলার রামনগর এলাকার হুমায়নের পুত্র মিজানুর রহমান (২৫)।আহত ব্যক্তিরা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ‘নূরী মক্কা’ নামে একটি যাত্রীবাহি বাস(রাজ ব-৫২৩৪) চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে কাশিয়াডাঙ্গা শান্তির মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় গাছের ধাক্কায় বাসে গেটের কাছে থাকা রকিবুল ইসলাম নিহত হন এবং মিজানুর রহমানের বাম হাত বাসের রডের চাঁপায় আটকে পড়েন।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভির ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে র‌্যাম জ্যাকের সাহায্যে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে।নগর পুলিশের মুখাপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নিহত রকিবুল অন্য গাড়ীর হেলপার। সে কাজ শেষে ওই গাড়ীতে যাত্রী হিসেবে বাসায় ফিরছিলেন।

নীবা//বি এম। ০৯.১০.২০১৬ ইং

রাজশাহীতে ট্রাক চাপায় এসআই নিহত

রাজশাহীতে ট্রাক চাপায় পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে নগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এসআইয়ের নাম আজাহার আলী (৫৮)। তিনি পুলিশের রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত ছিলেন।

জানা গেছে, আর মাত্র এক বছর চাকরি ছিল তার। নিহত এসআই আজাহারের গ্রামের বাড়ি জেলার বাগমারা উপজেলার ভানচিপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত ওয়াহেদ আলী।

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, এসআই আজাহার আলী মোটরসাইকেল নিয়ে সকালে কাশিয়াডাঙা এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান। এরপর ফেরার পথে ওই এলাকাতেই একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা এসআই আজাহারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত এসআইয়ের লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা আছে। আর নগরীর শাহ মখদুম থানা পুলিশ ঘাতক ট্রাক ও তার চালককে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্রঃবাংলাদেশ প্রতিদিন।

রাজশাহীতে শিশুকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে শাহরিয়ার আলম (কাব্য) নামে সাত বছরের শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছেন মা। শনিবার দিবাগত রাতে মহানগরীর বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কাব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের শিশু শ্রেণির ছাত্র। রবিবার সকালে রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি জানান। তিনি বলেন, নিহত কাব্যের বাবা রফিক মাস্টার মেহেরচণ্ডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। এছাড়া তার একটি ওষুধের দোকানও রয়েছে। ঈদের ছুটিতে কাব্য মহানগরীর সাধুর মোড় এলাকায় তার নানা-নানির বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার সন্ধ্যায় কাব্যকে তার বাবা রফিক মাস্টার নানা-নানির বাড়ি থেকে নিয়ে আসেন। এরপরে ছেলেকে বাড়িতে রেখে তিনি ওষুধের দোকানে যান। গভীর রাতে বাড়ি ফিরে এসে তিনি ঘর ভেতর থেকে বন্ধ অবস্থায় পান। অনেক ডাকাডাকি করে দরজা না খোলায় কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালে দেখতে পান, কাব্য রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে। পাশে মা তসলিমাও অজ্ঞান অবস্থায় পড়ে। কাব্যের সারা শরীরে আঘাতের চিহ্ন। ওসি হুমায়ন কবির আরও বলেন, পরিবার প্রাথমিকভাবে জানিয়েছে, তসলিমা মানসিকভাবে ভারসাম্যহীন। তাকে আটক করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রঃ বিডি-প্রতিদিন

শিরোনাম