১২অক্টোবর থেকে ২ নভেম্বর ইলিশ ধরা নিষিদ্ধ

ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমে এ বছর আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।একইসঙ্গে সংরক্ষণ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।

রোববার (০২ অক্টোবর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক সাংবাদিকদের জানান, ইলিশ ধরা নিষিদ্ধের সময় বৃদ্ধি এবং বঙ্গোপসাগরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কারণে ইলিশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

গত বছর এ সময় ১৫ দিন হলেও এবার ১৯৮৫ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ বিধি (প্রটেকশন এ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫) সংশোধন করে এ সময় ৭ দিন বাড়ানো হয়েছে। গত বছরের আগে ইলিশ ধরা নিষিদ্ধের সময় ছিল ১১ দিন।

এ সময়ে ইলিশ ধরা ও বিক্রির পাশাপাশি সরবরাহ ও মজুদও নিষিদ্ধ থাকে। এ আদেশ অমান্য করলে কারাদণ্ড ও জরিমানা গুণতে হয়। আশ্বিন মাসের প্রথম চাঁদের পূর্ণিমার দিন এবং এর আগে ৪ ও পরের ১৭ দিনসহ মোট ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। এবার ১৬ অক্টোবর আশ্বিন মাসের প্রথম চাঁদের পূর্ণিমা।

সূত্রঃ আমার সংবাদ।

You might also like

Leave a Reply

শিরোনাম