শীতে ছেলেদের পোশাক
গরমকে বিদায় জানিয়ে কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীতের আগমন ঘটেছে। শীতের শুরুতেই মনে হচ্ছে এবারের শীতের প্রকোপ অন্য বছরগুলোর চেয়ে একটু বেশি হবে! তাই তরুণ থেকে বৃদ্ধ সবার মাঝেই দেখা যাচ্ছে শীত ঠেকানোর প্রস্তুতি। শীতকালে ছেলেদের পোশাকে রয়েছে এক ভিন্ন মাত্রার স্টাইল। আর ছেলেদের স্টাইলিশ শীত পোশাক নিয়েই আমাদের আজকের আয়োজন।
শুধু শীত তাড়াতে শীতের পোশাক ব্যবহারের প্রচলন বহু আগেই উঠে গেছে। আর তাই কী শীত কী গ্রীষ্ম, একেকটি পোশাক মানেই এখন একেকটি স্টাইল। পুরুষদের শীত পোশাকে এই স্টাইল-এর বিষয়টি যেমন ফুটে উঠতে পারে ফ্যাশনেবল কোনো সোয়েটার এর মাধ্যমে তেমনি পুরুষের শীতের সঙ্গী হতে পারে ফ্যাশনেবল কোনো মাফলার আর কানটুপিও। তবে এই শীতে নিজেকে উষ্ণ রাখার অনুষঙ্গ যাই হোক না কেন সেটি যেন আপনার সাথে মানানসই হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে এরই মধ্যে শুরু হয়ে গেছে শীতের পোশাক কেনার ধুম। তরুণরা সব সময় ভিন্ন কিছু চায়। এ বছর বেশ বৈচিত্র্যও দেখা যাচ্ছে ছেলেদের শীতের পোশাকে। ফ্যাশন সচেতন তরুণরা শীতকালে নিত্যনতুন ফ্যাশনের সঙ্গে সঙ্গে ভিন্ন মাত্রায় ফ্যাশন এর মিল ঘটায়। শীতের কাপড় বিচারের ক্ষেত্রে তরুণ-তরুণীদের কাছে কাপড়ের উষ্ণতা, স্টাইল এবং আরাম সমানভাবে বিবেচিত হয়। এইসব দিক বিবেচনা করেই বাজারে এসেছে বিভিন্ন ফ্যাশনেবল পোশাক । আর স্টাইলিশ পোশাকের মধ্যে রয়েছে স্যুট, ব্লেজার, জ্যাকেট ও শাল।
পথে প্রবাসে/সামিয়া ইসলাম।