অপুষ্টিতে ভুগছে মালির ১০ লক্ষাধিক শিশু

আফ্রিকার দেশ মালিতে ১০ লাখের বেশি শিশু অপুষ্টিতে ভুগছে, যার মধ্যে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে দুই লাখেরও বেশি। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। খবর আনাদোলু এজেন্সি। সংস্থার এক জরিপে দেখা গেছে, মালির প্রতি চারজনের মধ্যে একজন মাঝারি থেকে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। যাদের বড় একটা অংশ শিশু। এছাড়া মেনাকার সংঘাতপূর্ণ বিভিন্ন অঞ্চলের অনেক শিশু দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে। মালি সফর শেষে ইউনিসেফ ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকেদের এ ব তথ্য জানান। ইউনিসেফের কর্মকর্তা টেড চাইবান বলেন, ‘কঠিন মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে মালি। এই সংকট মোকাবেলায় জরুরি সহায়তার প্রয়োজন।’ এই সংকট মোকাবেলায় ইউনিসেফ কাজ চালিয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি। ২০২০ সালের পর থেকে দুটি অভ্যুত্থান ঘটে মালিতে। এ পরিপ্রেক্ষিতে নানা ধরনের সংঘাতে জর্জরিত দেশটির নাগরিকরা দুর্বিষহ জীবনযাপন করছে।

http://Chronic malnutrition, or stunting, affects more than 26 per cent of children in Mali

A starving child from the Mali Tribes waiting with an empty can for food. (Photo by John Downing/Getty Images)

 

You might also like

Leave a Reply

শিরোনাম