হালকা শীতের পোশাকে হয়ে উঠুন ফ্যাশনেবল…

শীত শুরু হলো। সকালে কাজে বের হলে কিংবা রাতে বাড়ি ফেরার সময় কুয়াশা  নামিয়ে আনে শীত। মৌসুমটি বেশ উপভোগেরও বটে। এমন সময়ে না ভারি শীতের পোশাক পরা যায়, না বেছে নেয়া যায় সাধারণ পোশাক। তবে এ হালকা শীতটা কিন্তু ফ্যাশনের জন্য দারুণ উপযোগী। চমৎকার সব স্টাইলিশ পোশাক হতে পারে আপনার এ সময়ের সঙ্গী।

শীত শুরু হলো। সকালে কাজে বের হলে কিংবা রাতে বাড়ি ফেরার সময় কুয়াশা  নামিয়ে আনে শীত। মৌসুমটি বেশ উপভোগেরও বটে। এমন সময়ে না ভারি শীতের পোশাক পরা যায়, না বেছে নেয়া যায় সাধারণ পোশাক। তবে এ হালকা শীতটা কিন্তু ফ্যাশনের জন্য দারুণ উপযোগী। চমৎকার সব স্টাইলিশ পোশাক হতে পারে আপনার এ সময়ের সঙ্গী।

সোয়েটার জ্যাকেটঃ  সোয়েটার ও জ্যাকেট শীতের একটি আদি ও উপকারী পোষাক। তবে ভারি  সোয়েটার, জ্যাকেট পরার সময় এখনও আসেনি। বাজারে ঘুরলেই দেখবেন একদম হালকা জিন্স বা গ্যাবাডিনে তৈরি জ্যাকেট এরই মধ্যে চলে এসেছে। হালকা শীতে এগুলো দেখাবে দারুণ স্টাইলিশ। পাতলা উলের সোয়েটার কিংবা ফুল স্লিভ টি-শার্টও চলে এসেছে বাজারে। এগুলো একইসঙ্গে আপনাকে দেবে উষ্ণতা ও স্টাইল। শীতের সময় জ্যাকেট কিংবা সোয়েটারের সঙ্গে নানা স্টাইলের জিন্সের চলটাই সবচেয়ে বেশি। ভালো লাগবে ফর্মাল প্যান্টের সঙ্গেও।

14997256_1021881941273081_581120857_n
মডেলঃ মাহাবুব

মাফলারঃ যাই পড়ুন না কেন গলায় বৈচিত্রময় স্ট্যাইলে গলায় জড়িয়ে নিতে পারেন মাফলার।

জ্যাকেট আর ব্লেজারের মিশ্রণে তৈরি নতুন ধরনের শীত পোশাক আছে ছেলেদের পছন্দের শীর্ষে। আজকাল এ পোশাকের ভেতরে গরম কাপড় বা ‘ইনার’ পরে নেন অনেকে। ফলে জ্যাকেট বা ব্লেজার একটু পাতলা হলেও চলে

ব্যাস, এভাবে সবার সামনে নিজেকে উপস্থাপন করুন, আর উপভোগ করুন শীত।

পথে প্রবাসে/সামিয়া ইসলাম।

You might also like

Leave a Reply

শিরোনাম