‘মানুষ খেকো স্বামী-স্ত্রী’ যেভাবে ধরা পড়লেন

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের ক্রাসনোদার শহরে এক মানুষখেকো দম্পতি প্রায় ৩০ জনকে হত্যা করেছে বলে স্বীকার করেছে ।

৩৫ বছর বয়সী দিমিত্রি বাকশেভ এবং তাঁর স্ত্রী নাতালিয়া যে জায়গায় বসবাস করেন সে সামরিক ঘাঁটিতে কাঁটা-ছেড়া ও অঙ্গহীন একটি লাশ পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, তাদের বাসস্থানে তল্লাশি করে পাওয়া বেশকিছু খাদ্যদ্রব্য ও মাংসের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

এ মাসের শুরুর দিকে সড়ক নির্মাণ শ্রমিকদের রাস্তার পাশে ফেলে যাওয়া একটি মোবাইলের ছবিতে শরীরের কাঁটা-ছেড়া অঙ্গের বেশকিছু গ্রাফিক চিত্র পাওয়া গেছে।

এর আগে রাশিয়ান গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে মিঃ বাকশেভ মানুষের শরীরের একটি কাটা অঙ্গ মুখে নিয়ে আছেন।

এর পরপরই এই দম্পতির সামরিক একাডেমীর বাড়িতে ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ পাওয়া গেছে। সে মরদেহটি ছিন্ন-বিচ্ছিন্ন ছিল।

সে একই জায়গায় নিহত নারীর জিনিসপত্র বহনকারী একটি ব্যাগটিও পাওয়া যায়।বিস্তারিত…

প্রতিবন্ধীদের জন্য কিরণের লড়াই শুধু কেতাবি নয়

14183951_10207866472046438_8019595347493290765_n

মিজানুর রহমান কিরণ। ব্যতিক্রমী এক লড়াকু। তার এ লড়াই নেতিবাচক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে। প্রথাগত সামাজিক বিশ্বাস আর গোঁড়ামির বিরুদ্ধে। এ লড়াই সমাজের প্রতিবন্ধী মানুষের অধিকার আদায়ে। দীর্ঘ ৯ বছর ধরে এ লড়াইয়ে রয়েছেন তিনি। শুধু তিনিই নন, এই লড়াইয়ে যুক্ত রয়েছেন অনেকেই। লড়াকুরা বলছেন- প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও সম্পদ। কিন্তু কিরণের লড়াইটা একেবারেই ভিন্ন। তিনি বিশ্বাস করেন- লড়াইয়ে জিততে হলে পরিবর্তনটা নিজের মধ্যেই আনতে হবে। খুব কাছ থেকেই তাদের বিষয়টা উপলব্ধি করতে হবে। নিজের জীবনের সঙ্গে জড়িয়ে ফেলতে হবে। তবেই না কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে। তাইতো তিনি কাগজ-কলমে, বক্তৃতা-বিবৃতিতে, উপদেশ-পরামর্শে এ আন্দোলনকে সীমাবদ্ধ রাখেননি। জড়িয়ে নিয়েছেন জীবনের সঙ্গে। জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন দৃষ্টিহীন এক নারীকে। তাকে সঙ্গে নিয়েই পথচলা তার। এগিয়ে যাওয়া কাঙ্ক্ষিত লক্ষ্যে। পরিবর্তনের মন্ত্র বলতে তিনি বোঝেন- আমি থেকে তুমি। বিশ্বব্যাপী প্রতিবন্ধীবান্ধব সমাজ গঠনের লক্ষ্য এই দম্পতির।বিস্তারিত…

বিশ্বের দ্রুতগতির গাড়ি দুবাই পুলিশে, ঘণ্টায় ৪০৭ কিমি

দুবাই পুলিশের গাড়ি ঘণ্টায় ৪০৭ কিলোমিটার ছুটতে পারে! এই গাড়ি গতির কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেছে। সাড়ে ১০ কোটি টাকার বুগাতি ভেরনে গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪০৭ কিলোমিটার। দেশটির পুলিশের টহলদারি বাহিনীর জন্য গত বছর এই গাড়ি কেনা হয়েছে। তবে শুধুমাত্র টহলদারির জন্যই নয়, এই লাক্সারি সুপারকার কাজে লাগানো হচ্ছে একটু অন্য ভাবেও। পর্যটক টানতেও খুবই কাজে আসছে বুগাতি ভেরন।বিস্তারিত…

শেয়ালে খায়নি, বিক্রি হয়েছে কুমিরের ৫৫ বাচ্চা

হঠাৎ করে রাতের আঁধারে করমজল কুমির প্রজনন কেন্দ্র থেকে কুমিরের বাচ্চা উধাও হয়ে যাওয়ার খবর নিয়ে ধামাচাপা চলছে বন বিভাগের মধ্যে। বন বিভাগের দাবি কুমিরের বাচ্চাগুলো শেয়ালে খেয়েছে। কিন্তু পরিবর্তন ডটকমের অনুসন্ধানে জানা গেছে, কুমিরের বাচ্চা শেয়ালে খায়নি, বন বিভাগের অসাধু কর্মকর্তারা কুমির পালনকারী এক প্রাইভেট ফার্মে বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছেন।‘ গত দেড় মাস আগে কোনো এক প্রাইভেট কোম্পানির পক্ষ থেকে একব্যক্তি মোটা অর্থের বিনিময়ে কুমিরের বাচ্চা কিনতে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও সাইদুল ইসলামের  কাছে যান।’

তবে তিনি সেখানে ব্যর্থ হয়ে করমজলে কর্মরত মাহাবুব, তৌহিদ, জাকিরের ফোন নম্বর সংগ্রহ করে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী একজন (পরিচয় প্রকাশে অনিচ্ছুক) বৃহস্পতিবার মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছেন।

গত ২৯ জানুয়ারি করমজল কুমির প্রজনন কেন্দ্রে থেকে ৫৫টি কুমিরের বাচ্চা উধাও হয়।বিস্তারিত…

ভারতের পোশাক বাণিজ্যে বিবর্তনের ছোঁয়া

ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের অন্যতম একটা অংশ ছিল টেক্সটাইল লেবেল, দুই দেশের শিল্প চিহ্নিত করার জন্যই ওই লেবেল বা বিশেষ চিহ্ন ব্যবহার করা হতো।

এই লেবেলগুলো আসলে এক ধরনের ‘টিকেট’ বা বলা যায় ‘পরিবহনের পণ্য আদানপ্রদানের টিকেট’, পণ্য এক দেশ থেকে অন্য দেশে শিপমেন্টের সময় কাপড়ের মধ্যে এ লেবেলগুলো লাগানো হতো। আর এসব লেবেল এখন গুরুত্বপূর্ণঐতিহাসিক শিল্প হয়ে দাঁড়িয়েছে।বিস্তারিত…

পর্নে আসক্ত ঢাকার ৭৭ ভাগ স্কুলগামী শিশু

প্রতিকী ছবি

স্কুলগামী শিশুদের প্রায় ৭৭ ভাগ পর্নোগ্রাফি দেখে। বাণিজ্যিকভাবে তৈরি পর্নোগ্রাফির চেয়ে ব্যক্তিগত সম্পর্ক ঘিরে তৈরি পর্নো ভিডিও মানুষ বেশি দেখছে। বেশিরভাগ ক্ষেত্রে দেশে তৈরি এই পর্নোগ্রাফিগুলোয় যাদের ভিডিও দেখানো হচ্ছে তাদের বয়স ১৮-এর কম। অভিভাবকদের অসচেতনতা ও শিশুর প্রতি জীবনদক্ষতার অভাবেই পর্নোগ্রাফির ঝুঁকি বাড়াচ্ছে।

এছাড়া দেশের অনেক এখন পর্নোগ্রাফি দেখার পাশাপাশি শিশু পর্নোগ্রাফি বানানোর মতো ভয়ংকর কাজে যুক্ত হচ্ছে বলে জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন।

শনিবার সকালে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে শিশু পরিস্থিতি, সংবাদপত্র বিশ্লেষণ ও বিশেষজ্ঞ অভিমত’ উপস্থাপন করে। তাতেই এসব তথ্য জানা যায়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের শিশু সুরক্ষা কার্যক্রমের কর্মসূচি সমন্বয় সমন্বয়ক আবদুল্লাহ আল মামুন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থাটির নির্বাহী পরিচালক শাহীন আনাম, পরিচালক ড. তোফায়েল আহমেদ, বোর্ড সদস্য পারভীন মাহমুদ প্রমুখ।

আবদুল্লাহ আল মামুন বলেন, ঢাকার ৫০০ স্কুলগামী শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপে দেখা গেছে ৭৭ ভাগ শিশু নিয়মিত পর্নোগ্রাফি দেখছে। তারা সুস্থ যৌন শিক্ষার বিপরীতে বিকৃত যৌন শিক্ষার মধ্য দিয়ে বেড়ে উঠছে।

অনুষ্ঠানে শাহীন আনাম বলেন, শিশুরা এখন পর্নোগ্রাফি ও সাইবার ত্রক্রাইমের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এক্ষেত্রে পরিবারকে সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি বলেন, শিশুদের সুরক্ষা শুধু একার পক্ষে সম্ভ নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারকে শিশু সুরক্ষার মূল দায়িত্ব নিতে হবে। সর্বোপরি সমন্বিত প্রচেষ্টায় শিশুকে সুরক্ষিত রাখতে হবে।

তিনি ২০১৫ সালকে শিশুদের জন্য ভয়াবহ একটি বছর বলেও মন্তব্য করেন।

সূত্রঃ আমার সংবাদ।

জাপানের একটি দ্বীপের গুহায় পৃথিবীর প্রাচীনতম বড়শির সন্ধান

পৃথিবীর প্রাচীনতম একজোড়া বড়শির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা।

জাপানের ওকিনাওয়া দ্বীপের একটি গুহায় মাছ ধরার এই বড়শিটি পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, জোড়া বড়শিটি প্রায় ২৩ হাজার বছরের পুরনো।

সামুদ্রিক শামুকের খোলস কেটে এই বড়শি বানানো হয়েছে।

ধারণা করা হয় যে এই দ্বীপে ৩০,০০০ বছর আগে মানুষের বসবাস শুরু হয়।

কর্মকর্তারা বলছেন, ওই দ্বীপে সম্পদের অভাব সত্ত্বেও শুরুতে লড়াই সংগ্রাম চালিয়ে লোকজন সেখানে টিকে ছিলো।

বিজ্ঞানীরা বলছেন, প্রাচীন এই বড়শিটি থেকে ধারণা করা যায় যে মানুষ আদিকাল থেকেই প্রচুর পরিমাণে সামুদ্রিক প্রযুক্তি ব্যবহার করে আসছে, বিজ্ঞানীরা যা আগে ধারণা করেনি।

বিজ্ঞানীরা বলছেন, মানব সভ্যতার শুরুর দিকে মৎস্য শিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ ছিলো।

তবে এই মাছ ধরার প্রযুক্তি কি ছিলো সেবিষয়ে খুব বেশি জানা ছিলো না।

শুধু ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউ গিনির কোথাও কোথাও এসংক্রান্ত কিছু তথ্য প্রমাণ পাওয়া যায়।

কিন্তু বিজ্ঞানীরা বলছেন, বড়শির এই সন্ধান থেকে বোঝা যায় পৃথিবীর বিভিন্ন এলাকায় মাছ ধরার এসব প্রযুক্তি চালু ছিলো।

এর আগেও এরকম প্রাচীন বড়শি পাওয়া গিয়েছিলো টিমোরে। সেটা ছিলো ১৬,০০০ বছর পুরনো। আর পাপুয়া নিউ গিনিতে যেটা পাওয়া গিয়েছিলো সেটা ছিলো ১৮,০০০ বছরের পুরাতন।

ওই গুহায় বড়শি ছাড়াও প্রাচীন আরো যন্ত্রপাতি পাওয়া গেছে।

বিজ্ঞানীরা বলছেন, ধারণা করা যায় নির্দিষ্ট কিছু মওসুমে লোকজন এসব গুহায় যেতো যখন সেখানে বিশেষ প্রজাতির সুস্বাদু কাঁকড়া পাওয়া যেতো।

সূত্রঃ বিবিসি বাংলা।

শিরোনাম