বিশ্বের প্রথম জিরো-কার্বন ৫জি নেটওয়ার্ক তৈরি করছে সউদী

Saudi telco Zain KSA claim to have launched the world’s first zero-carbon 5G

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) নির্দেশে বিশ্বের প্রথম জিরো-কার্বন ৫জি নেটওয়ার্ক তৈরি করছে সউদী আরব। এটি সউদী আরবে দ্য রেড সি এবং আমালা প্রকল্পের বিকাশকারী দ্য রেড সি গ্লোবালের (আরএসজি) জন্য আরেকটি যুগান্তকারী বিজয়।

মাল্টি-প্রজেক্ট ডেভেলপার টেলিকম কোম্পানী জাইন কেএসএ-এর সাথে যৌথভাবে দ্য রেড সি-তে সিক্স সেন্সস সাউদার্ন ডিউনস রিসোর্টে বিশ্বের প্রথম জিরো-কার্বন ৫জি নেটওয়ার্ক তৈরি করছে। ৬০ হাজার সৌর প্যানেল থেকে ১০০ শতাংশ পুনর্নবীকরণ যোগ্য শক্তি এটি চালিত হবে। পিআইএফ-এর মালিকানাধীন প্রকল্পটি সেখানে পর্যটনের চাহিদা আরও বিকশিত করবে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃতির সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর স্থায়িত্ব হবে দীর্ঘস্থায়ী। এ সুবিধাটি দৈনিক ৬০০ টন হাইড্রোজেন উৎপাদন করবে, যা বার্ষিক ৫০ লাখ টন কার্বন ডাই-অস্কাইড সাশ্রয় করবে।

https://www.youtube.com/watch?v=sVCP-IjUX14&list=PLSCMPm7q1k_6rou1xyWFlZXTQnbipKXFS&index=2

You might also like

Leave a Reply

শিরোনাম