‘মানুষ খেকো স্বামী-স্ত্রী’ যেভাবে ধরা পড়লেন

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের ক্রাসনোদার শহরে এক মানুষখেকো দম্পতি প্রায় ৩০ জনকে হত্যা করেছে বলে স্বীকার করেছে ।

৩৫ বছর বয়সী দিমিত্রি বাকশেভ এবং তাঁর স্ত্রী নাতালিয়া যে জায়গায় বসবাস করেন সে সামরিক ঘাঁটিতে কাঁটা-ছেড়া ও অঙ্গহীন একটি লাশ পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, তাদের বাসস্থানে তল্লাশি করে পাওয়া বেশকিছু খাদ্যদ্রব্য ও মাংসের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

এ মাসের শুরুর দিকে সড়ক নির্মাণ শ্রমিকদের রাস্তার পাশে ফেলে যাওয়া একটি মোবাইলের ছবিতে শরীরের কাঁটা-ছেড়া অঙ্গের বেশকিছু গ্রাফিক চিত্র পাওয়া গেছে।

এর আগে রাশিয়ান গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে মিঃ বাকশেভ মানুষের শরীরের একটি কাটা অঙ্গ মুখে নিয়ে আছেন।

এর পরপরই এই দম্পতির সামরিক একাডেমীর বাড়িতে ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ পাওয়া গেছে। সে মরদেহটি ছিন্ন-বিচ্ছিন্ন ছিল।

সে একই জায়গায় নিহত নারীর জিনিসপত্র বহনকারী একটি ব্যাগটিও পাওয়া যায়।বিস্তারিত…

নিজেই নিজেকে বিয়ে করলেন ইটালির এক নারী

নিজেকে নিজেই বিয়ে করেছেন ইটালির ৪০ বছরের ফিটনেস ট্রেইনার ল্যরা মেসি।

বিয়ের অনুষ্ঠানে সাজসজ্জা, উৎসবের কোনোই কমতি ছিলনা। সাদা বিয়ের গাউন পরেছেন। তিন স্তরের কেক কেটেছেন। ৭০ জন অতিথি ছিলেন। কিন্তু বর কেউ ছিলনা।

“আমি বিশ্বাস করি, প্রতিটি মানুষের প্রথম ভালোবাসার মানুষ হওয়া উচিৎ সে নিজেই। একজন রাজপুত্র ছাড়াও পূর্নাঙ্গ একটি রূপকথা সম্ভব।”

বিশ্বের দেশে দেশে এখন নিজেকে বিয়ে করার বা ‘সোলোগামিতা’র প্রবণতা বাড়ছে।বিস্তারিত…

সদ্যোজাতের ৪টি পা ও ২টি যৌনাঙ্গ

ভারতের কর্নাটকের বল্লারিতে চারটে পা আর দুটো পুরুষাঙ্গ-সহ এক শিশুর জন্ম হল। গত শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ স্থানীয় একটি হাসপাতালে তার জন্ম হয়। ওই শিশুকে অস্ত্রোপচারের জন্য রায়চরের বিজয়নগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি খুব জটিল হওয়ায় কী ভাবে অস্ত্রোপচার করলে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়, তা নিয়ে মেডিক্যাল বোর্ড বসানো হয়েছে। তবে ওই শিশুটির পরিবার অস্ত্রোপচারের জন্য প্রথমে রাজি ছিল না। শিশুটির মা বছর তেইশের ললিতাম্মার বিশ্বাস, সে ঈশ্বরের আশীর্বাদ। অস্ত্রোপচার করা উচিত হবে না। পরে চিকিৎসকেরা তাকে বোঝান। দিভাকর গাড্ডি নামে এক চিকিৎসক জানান, শিশুটির চারটে পা আর দুটো পুরুষাঙ্গ ছাড়া শরীরের বাকি অংশ পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে ওই চিকিৎসক জানান, সাধারণত মনোজাইগোটটিক টুইন অর্থাৎ একই ভ্রুণ থেকে যমজ সন্তান হওয়ার ক্ষেত্রেই এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। মনোজাইগোটিক টুইনের ক্ষেত্রে একটি বিকাশের একটি দশায় ভ্রুণ দু’ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর দু’টি আলাদা ভ্রুণ রূপেই তাদের বৃদ্ধি হতে থাকে। আর যমজ সন্তানের জন্ম হয়। কিন্তু দেখা যায়, অনেক সময়ই অপুষ্টি বা জিনগত অন্য কোন কারণে দুটো সন্তানের আলাদা ভাবে বৃদ্ধি হয় না। তখন জোড়া সন্তানের জন্ম হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে।

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন।

নারী থেকে পুরুষ

মায়ান্তি ল্যাঙ্গার ছিলেন নারী। হয়ে গেলেন পুরুষ। এতটা বদলে গেলেন কীভাবে? মায়ান্তি জনপ্রিয় সঞ্চালিকা। ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিনির স্ত্রী তিনি। সেই মায়ান্তি ল্যাঙ্গারকে নিয়ে আবার সরব সোশ্যাল মিডিয়া। এই সুন্দরী নারী সঞ্চালিকাকে নিয়ে অতীতে কম কালি খরচ হয়নি। মাঝে সব বন্ধ হয়ে গিয়েছিল। আবার নতুন করে ভক্তরা তাকে ট্রল করতে শুরু করে দিয়েছেন। কয়েক দিন আগে মায়ান্তির স্বামী ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিনি তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কমেন্ট বক্স ব্লক করে দিয়েছিলেন। যার ফলে ভক্তদের গঞ্জনা আর শুনতে হচ্ছিল না বিনিকে।

এবার নতুন করে মায়ান্তি বিতর্কে জড়িয়ে পড়েছেন। সম্প্রতি তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, এয়ারপোর্টে তাকে ‘মিস্টার মায়ান্তি’ বলে স্বাগত জানানো হয়েছে। এটা নিছকই ভুল। ইচ্ছাকৃত ছিল না। কটকে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচের সঞ্চালনা করতে গিয়েছিলেন মায়ান্তি। সেই সময়ে বিমানবন্দরে তাকে ‘মিস্টার’ বলে স্বাগত জানানো হয়। সেই ছবিই মায়ান্তি পোস্ট করেন নিজের অ্যাকাউন্টে। আর তার পরেই শুরু হয়ে যায় ভক্তদের ট্রল। স্টুয়ার্ট বিনিকে নিয়েও কটু কথা বলতে শুরু করে দেন ভক্তরা। মায়ান্তি অবশ্য এই বিষয়ে একটি শব্দও খরচ করেননি।

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন।

ক্ষুদ্রতম মা স্টেসি হেরাল্ড

নিজের সন্তানের জন্মের মধ্যে যে কি আনন্দ রয়েছে তা একমাত্র বাবা মা বোঝেন। জীবনের অন্যতম সেরা উপহারকে পেতে জীবনের ঝুঁকি নিতেও রাজি ছিলেন বিশ্বের ক্ষুদ্রতম এই মা। কোন কিছুকেই পরোয়া না করে মাতৃত্ব লাভের দিকে এগিয়ে গিয়েছেন স্টেসি হেরাল্ড। সন্তানের জন্ম দিয়ে এখন তিনি বিশ্বের ক্ষুদ্রতম মা হওয়ার খেতাব পেয়েছেন।

অস্টিওজেনেসিস ইমপারফেকটা নামে এক বিরল জিনঘটিত অসুখে আক্রান্ত ছিলেন স্টেসি। রোগের জন্য তার উচ্চতা ছিল মাত্র ২ ফুট চার ইঞ্চি অর্থাৎ আড়াই ফুটের চেয়েও কম। এমন উচ্চতায় মা হওয়া সত্যিই কঠিন বিষয়। নিজের সমস্যার পাশাপাশি হতে পারে সন্তানের শারীরিক সমস্যাও। তবে এসব কিছুকেই পাত্তা দেননি স্টেসি।

বিস্তারিত…

৫০ কোটি টাকার মালিক ফুটপাতের দোকানদার..!

অমূল্য রতন খুজে পেতে অনেকেই ছুটে বেড়ায় এক দেশ থেকে আরেক দেশ। কিন্তু সেই রতন মাঝে মধ্যে ঘরের কাছেই পাওয়া যায়। আর সেই ‘রতন’এর সন্ধান মিলল গত শনিবার। ভারতের মুম্বাইয়ের রাস্তার পাশে ঠেলায় নিয়ে বসা অনেক খাবারের দোকান রয়েছে। খবর কিন্তু এটি না। এত খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু ঘটনা হল এ সব দোকানের কয়েক জন মালিকরা সম্প্রতি নিজেদের সম্পত্তির হিসেব দিতে যেয়ে ৫০ কোটি টাকার নগদ এবং স্থাবর সম্পত্তি কথা ঘোষণা করেছেন।বিস্তারিত…

২৯ বছর বয়সে ১৪কন্যার মা, ছেলে না হলে আরো…..

২৯ বছর বয়সে ১৪কন্যার মা হয়েছেন তিনি। নাম তার অগাস্টিনা হিগুয়েরা। তবে এখনই থামছেন না তিনি। ঘোষণা দিয়েছেন তার কোল জুড়ে যতদিন না একটি পুত্রসন্তান আসবে ততদিন সন্তান জন্ম দিয়ে যাবেন।

এরই মধ্যে ‘সুপারমম’ হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। হবেনই না কেনো? মাত্র দুই মাস আগে তিনি জন্ম দিয়েছেন জমজ কন্যা। তারও আগে আরো দুই দফা জমজ কন্যার জন্ম দেন এই মা।বিস্তারিত…

সেলফি জ্বর, বন্ধুকে বাঁচাতে গেল ৫ জনের প্রাণ

সেলফি তুলতে গিয়ে প্রাণ দেওয়ার নজির কম নেই। সম্প্রতি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে নামিয়ে ফেরার পথে হেলিকপ্টারে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারান শাহ আলম নামের বিজ্ঞাপনী সংস্থার এক কর্মী। হেলিকপ্টারটিও বিধ্বস্ত হলে সঙ্গে থাকা অপর ৪ জন আহত হন। বিষয়টি কোনো সচেতন মানুষই মেনে নিতে পারছেন না। আর সেলফির কারণে একজনের ভুলে ৫ জনের প্রাণ দেওয়াটা মেনে নেওয়া সত্যিই কঠিন। ভারতের তেলেঙ্গানা রাজ্যে ঘটেছে এমনই মর্মান্তিক দুর্ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার তেলেঙ্গানা রাজ্যের ওয়ার‌্যাঙ্গাল জেলার ধর্মসাগর হ্রদে ৫ বন্ধুকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন রামিয়া প্রাতিউষা। মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে একের পর এক সেলফি তুলছিলেন তিনি। একসময় রামিয়া দুর্ঘটনাবশত পা পিছলে পানিতে পড়ে যান।

বন্ধুকে পানিতে পড়ে যেতে দেখে উদ্ধারে এগিয়ে আসেন বাকি বন্ধুরা। তবে উদ্ধার করতে গিয়ে উল্টো প্রাণ হারান প্রত্যেকেই। তবে বন্ধুরা মারা গেলেও প্রাণে বেঁচে যান রামিয়া প্রাতিউষা। কোনো রকমে তীরে ফিরতে সক্ষম হন তিনি।

পুলিশ জানিয়েছে, রামিয়াসহ মৃতদের সবাই ভাগদেবী ইঞ্জিনিয়ারিং কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী। তারা শনিবার ধর্মসাগর হ্রদে বেড়াতে যান।

পুলিশ জানায়, মৃত শিক্ষার্থীদের মধ্যে দুইজন নারী ও অপর তিনজন পুরুষ। এদের সবার বয়স ১৮ বছরের মধ্যে। কানপুরের পুলিশ সুপার শল্‌ভ মাথুর গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। গভীর নদীতে স্রোতও ছিল প্রচণ্ড। ফলে প্রত্যেকেই পানিতে তলিয়ে যায়।

দুর্ঘটনার পরই ডুবুরী নামানো হয়। প্রায় দু’ঘণ্টার তল্লাশি শেষে সবার মরদেহ উদ্ধার করেন ডুবুরীরা।

বিরল প্রজাতির কচ্ছপের সন্ধান

পাকিস্তানে বিরল রঙের একটি কচ্ছপের সন্ধান পাওয়া গেছে। দেশটির সিন্ধ প্রদেশের বাদিন জেলার গোলাম মোহাম্মদ ফারুকী গ্রামের লোকজন গত সোমবার হলুদ রঙের এই কচ্ছপ দেখতে পান। ওই গ্রামের কয়েক জন বাসিন্দা জানান, তারা কচ্ছপটি দেখে খুবই অবাক হয়েছেন। কারণ এর আগে তারা এমন রঙের কচ্ছপ দেখেননি। গ্রামের লোকজন কচ্ছপটিকে স্থানীয় একটি পুকুরে ছেড়ে দিয়েছে।

সিদ্দিকী বোরগারি নামে ঐ গ্রামের এক বাসিন্দা স্থানীয় এক সাংবাদিককে জানান, তারা ইতিমধ্যে বন্যপ্রাণি বিভাগের কর্মকর্তাদের কচ্ছপটির বিষয়ে জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের কেউ কচ্ছপটি নিতে আসেনি।বোরগারি আরও জানান, কয়েক দিন আগে তিনি এবং আরও কয়েকজন গ্রামবাসী একটি পুকুরে হলুদ রঙের কচ্ছপটি দেখতে পান। সূত্র: ডন নিউজ

জাপানের একটি দ্বীপের গুহায় পৃথিবীর প্রাচীনতম বড়শির সন্ধান

পৃথিবীর প্রাচীনতম একজোড়া বড়শির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা।

জাপানের ওকিনাওয়া দ্বীপের একটি গুহায় মাছ ধরার এই বড়শিটি পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, জোড়া বড়শিটি প্রায় ২৩ হাজার বছরের পুরনো।

সামুদ্রিক শামুকের খোলস কেটে এই বড়শি বানানো হয়েছে।

ধারণা করা হয় যে এই দ্বীপে ৩০,০০০ বছর আগে মানুষের বসবাস শুরু হয়।

কর্মকর্তারা বলছেন, ওই দ্বীপে সম্পদের অভাব সত্ত্বেও শুরুতে লড়াই সংগ্রাম চালিয়ে লোকজন সেখানে টিকে ছিলো।

বিজ্ঞানীরা বলছেন, প্রাচীন এই বড়শিটি থেকে ধারণা করা যায় যে মানুষ আদিকাল থেকেই প্রচুর পরিমাণে সামুদ্রিক প্রযুক্তি ব্যবহার করে আসছে, বিজ্ঞানীরা যা আগে ধারণা করেনি।

বিজ্ঞানীরা বলছেন, মানব সভ্যতার শুরুর দিকে মৎস্য শিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ ছিলো।

তবে এই মাছ ধরার প্রযুক্তি কি ছিলো সেবিষয়ে খুব বেশি জানা ছিলো না।

শুধু ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউ গিনির কোথাও কোথাও এসংক্রান্ত কিছু তথ্য প্রমাণ পাওয়া যায়।

কিন্তু বিজ্ঞানীরা বলছেন, বড়শির এই সন্ধান থেকে বোঝা যায় পৃথিবীর বিভিন্ন এলাকায় মাছ ধরার এসব প্রযুক্তি চালু ছিলো।

এর আগেও এরকম প্রাচীন বড়শি পাওয়া গিয়েছিলো টিমোরে। সেটা ছিলো ১৬,০০০ বছর পুরনো। আর পাপুয়া নিউ গিনিতে যেটা পাওয়া গিয়েছিলো সেটা ছিলো ১৮,০০০ বছরের পুরাতন।

ওই গুহায় বড়শি ছাড়াও প্রাচীন আরো যন্ত্রপাতি পাওয়া গেছে।

বিজ্ঞানীরা বলছেন, ধারণা করা যায় নির্দিষ্ট কিছু মওসুমে লোকজন এসব গুহায় যেতো যখন সেখানে বিশেষ প্রজাতির সুস্বাদু কাঁকড়া পাওয়া যেতো।

সূত্রঃ বিবিসি বাংলা।

শিরোনাম