ক্লোজআপ তারকা সালমার সংসার ভেঙে গেলো
ভেঙে গেছে কণ্ঠশিল্পী সালমার সংসার। গেলো ২০ নভেম্বর রাজধানীর ধানমণ্ডির একটি রেস্তোরাঁয় দু’জনের পরিবারের উপস্থিতিতে তালাকের কার্য সম্পন্ন হয়। এসময় সালমাকে তার স্বামী শিবলী মোহরানার ২০ লাখ ১ টাকা বুঝিয়ে দেন।
২০১১ সালের ২৬ জানুয়ারি দিনাজপুর পৌরসভার চেয়ারম্যান ও দিনাজপুরের পিকনিক স্পট স্বপ্নপুরীর স্বত্বাধিকারী শিবলী সাদিককে বিয়ের করেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। ২০১৪ সালের ১ জানুয়ারি এ দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান।
বিয়ের আগে দিনাজপুরের স্বপ্নপুরীতে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে গিয়ে শিবলীর সঙ্গে সালমার পরিচয় হয়। এর প্রায় দু’বছর পর বিয়ে করেন তারা।
এ ব্যাপারে জানার জন্য আরটিভি অনলাইন থেকে তাকে ফোন করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
রাজধানীর ধানমণ্ডি এলাকায় সালমা ও শিবলী বসবাস করে আসছিলেন। সালমা এখন ধানমণ্ডিতে নিজের ফ্ল্যাটে রয়েছেন। গুঞ্জন শোনা যাচ্ছে, দু’জনের মতবিরোধের জের ধরেই এ বিচ্ছেদ হয়েছে।
জনপ্রিয় এ কণ্ঠশিল্পী অডিও অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্র ও নাটকের আবহ সঙ্গীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
পথে প্রবাসে/সামিয়া ইসলাম।