৩৪ বলে মিসবাহর সেঞ্চুরি (ভিডিও সহ)

ক্রিকেটে একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক। সর্বশেষ নরওয়ের রাজধানীতে একটি প্রদর্শনী ওয়ানডে ম্যাচে মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করেছেন ৪২ বছর বয়সী মিসবাহ।

‘শান্তির জন্য খেলা’ ফেস্টিভালের অংশ হিসেবে অসলোর বিসলেট স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচে ইনিংসটিতে মিসবাহ ছক্কা হাকিয়েছেন ১২টি।
প্রদর্শনী ম্যাচটিতে বাংলাদেশ ওপেনার তামিম ইকবালেরও অংশ নেয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত আয়োজকদের সঙ্গে কথা বলে অংশ না নেয়ার সিদ্ধানÍ জানান টাইগার ওপেনার।
ম্যাচটিতে আরো খেলেছেন ম্যাচ-ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া পাকিস্তানি পেসার মোহাম্মদ আসিফ, সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার, লঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান সনাৎ জয়সুরিয়া এবং ভারতের ইরফান ও ইউসুফ পাঠানের মতো তারকা খেলোয়াড়রা।

উপমহাদেশীয় কোচের দিকে চোখ সুজনের

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক স্পিন কোচ রুয়ান কালপাগেকে কিছুদিন আগেই চুক্তি থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাধারণত দলে সহকারী কোচের ভূমিকা পালন করতেন রুয়ান কালপাগে তার পাশাপাশি স্পিন কোচের দায়িত্বটাও পালন করেছিলেন তিনি। তাঁর অনুপস্থিতে নতুন স্পিন কোচের সন্ধানে নেমেছে বিসিবি।

বেশ কিছুদিন আগে বিসিবি মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে তাঁরা বিদেশী কোচের চেয়ে স্থানীয় কোচকেই প্রাধান্য দিচ্ছে।

অন্যদিকে বাংলাদেশ দলের ম্যানাজার খালেদ মাহমুদ সুজন রবিবারে সাংবাদিকদের জানান অন্যান্য দেশের স্পিন কোচদের চেয়ে উপমহাদেশের কোচরাই ভালো হবে দলের জন্য। সাবেক এই অধিনায়কের মতে, অন্যান্য দেশের তুলনায় উপমহাদেশে অনেক ভালো মানের স্পিনার রয়েছে বলে জানান তিনি।বিস্তারিত…

১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এমসিসিবি টুর্নামেন্ট

এই বছরেই জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে ছয়টি দল অনুষ্ঠিত নিয়েছিলো মাস্টার্স ক্রিকেট লিগ (এমসিএল)। সেখানে অংশ নিয়েছিলেন ক্রিকেট দুনিয়া মাতানো সেরা সাবেক ক্রিকেটাররা। এবার সেই এমসিএলের আদলে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল বাংলাদেশ (এমসিসিবি)। ছয়টি দল নিয়েই এবারের আসর শুরু হবে। ১ সেপ্টেম্বর এই টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ৩ সেপ্টেম্বর।

গত বছরের নভেম্বরে আমেরিকার মাটিতে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিলো ‘ক্রিকেট অলস্টার্স’ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। শেন ওয়ার্ন আর শচিন টেন্ডুলকারের দলের মধ্যে তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হয়। যা ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর সংযুক্ত আরব আমিরাতে বসে এমসিএল। সেখানেও নামকরা সাবেক ক্রিকেটাররা অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, ওয়াসিম আকরাম, সৌরভ গাঙ্গুলি, কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিস, মুত্তিয়া মুরালিধরন, ব্রায়ান লারা, বীরেন্দ্র শেবাগ, ব্রেট লি, মাইকেল ভন, আব্দুল রাজ্জাক, পল কলিংউড, অ্যান্ড্রু সাইমন্ডস প্রমুখ ।বিস্তারিত…

নারী দলের আয়ারল্যান্ড সফর সূচি চূড়ান্ত

অনেকদিন থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি বাংলাদেশ নারী দলও আন্তর্জাতিক ক্রিকেটের বাহিরে। তবে সেপ্টেম্বরে আবার আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাবে বাংলাদেশ নারী ক্রিকেটারদের। বর্তমান ৯ নাম্বার র‍্যাংকিং থাকা বাংলাদেশ খেলবে তাদের পিছনে ১০ নাম্বারে অবস্থান করা আয়ারল্যান্ডের সাথে। আর এই সিরিজ খেলতে আগামী ২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে দুইটি একদিনের ম্যাচ ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়, আগামী ২ সেপ্টেম্বর নর্দান আয়ারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নারী ক্রিকেটাররা। প্রথমেই হবে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ।  সেগুলো অনুষ্ঠিত হবে ৫ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৮ ও ১০ সেপ্টেম্বর দুইটি একদিনের ম্যাচে মাঠে নামবে দুই দল। প্রতিটি ম্যাচ হবে লন্ডনডেরির ব্রেডি ক্রিকেট ক্লাব মাঠে।
বিস্তারিত…

আশরাফুলকে বিসিএলে চান পাইলট (ভিডিও সহ)

বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে শনিবার (১৩ আগস্ট) থেকে মুক্ত হয়েছেন।  বিপিএল কেলেঙ্কারীতে আশরাফুলকে প্রথমে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। পরে আপিল করলে শর্তসাপেক্ষে তিন বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়।বিস্তারিত…

“পরীক্ষা দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন তাসকিন”

160310104948_bangla_cricket_arafat_sani_taskin_ahmed_bowler_bowling_bangladesh_640x360_gettyimages_nocredit

বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনের পরীক্ষা হবে আগামী মাসের ৮ তারিখে, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আইসিসি স্বীকৃত একটি কেন্দ্রে।

সেই পরীক্ষার অপেক্ষায় আছেন তাসকিন আহমেদ।

ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তাসকিন বলেছেন তাঁর নামের সামনে থেকে ‘নিষিদ্ধ কথাটি’ তুলতে চান তিনি।

বিস্তারিত…

শিরোনাম