থানায় থানায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা এবং নেতাকর্মীদের আটকের প্রতিবাদে আগামী শনিবার ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ করবে বিএনপি।বিস্তারিত…

শনিবার ভাঙবে টাইগারদের হারের বৃত্ত?

একের পর এক পরাজয়ে বাংলাদেশ দল যেন এখন এক যুদ্ধে বিধ্বস্ত শিবির। গত দক্ষিণ আফ্রিকা সফর থেকে কোনো ট্রফির দেখা পায়নি বাংলাদেশ জাতীয় দল। চলতি বছর ত্রিদেশীয় সিরিজ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ এবং টি-২০ সিরিজ হারের পর চলমান নিদাহাস ট্রফিতেও বাংলাদেশের সূচনা হয়েছে পরাজয় দিয়ে।বিস্তারিত…

ভুল রঙের পতাকা নিয়ে ক্রিকেট অঙ্গনে তোলপাড়

নিদাহাস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল গত বৃহস্পতিবার। কলম্বোর ম্যাচটিতে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল প্রতিবেশী দেশ ভারতের।

ম্যাচে বাজেভাবে হেরে আসরে খারাপ সূচনা হয়েছে বাংলাদেশের। তবে ম্যাচ শেষে পরাজয়ের চেয়েও বেশি আলোচনা হচ্ছে একটি বিষয় নিয়ে- ম্যাচে ব্যবহৃত পতাকা!

ম্যাচ শুরুর আগে মাঠে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত গান। এ সময় রীতি অনুযায়ী খেলোয়াড়দের পাশে প্রদর্শিত হচ্ছিল জাতীয় পতাকা। তবে বাংলাদেশের পতাকার রঙে ছিল দৃষ্টিকটু ভুল!বিস্তারিত…

যেখানে সবার উপরে মাশরাফি

২০১৪ সালে বাংলাদেশ দল যখন পরাজয়ের সাগরে ডুবছিল ঠিক তখনি দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান মাশরাফি মুর্তজা। এর আগে ২০০৯ সালে বাংলাদেশ দলের দায়িত্ব পেয়েছিলেন তিনি কিন্তু ইনজুরির কারণে দীর্ঘসময় সার্ভিস দিতে পারেননি দলকে।বিস্তারিত…

বাংলাদেশকে হারিয়েই ফাইনাল খেলতে চায় জিম্বাবুয়ে

ত্রিদেশীয় সিরিজের সমীকরণ কিছুটা সহজ হয়ে গেছে। ২ ম্যাচেই বোনাস পয়েন্টসহ জিতে ১০ পয়েন্ট নিয়ে ফাইনালে চলে গেছে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দুই দলেরই পয়েন্ট ৪। দুই দলেরই আর একটি করে খেলা বাকি আছে, প্রতিপক্ষ বাংলাদেশ। যে দল বাংলাদেশকে হারাবে সেই দল ফাইনালের টিকেট পাবার জন্য এগিয়ে যাবে। তবে হারলেও রানরেটের  হিসাব-নিকাশে সুযোগ আসতে পারে। এমন সমীকরণে যেতে চান না জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রিমার। টাইগারদের হারিয়েই ফাইনালে খেলতে চায় জিম্বাবুয়ে।বিস্তারিত…

দর্শকদের মাঠে আসার আহবান তামিমের

ত্রিদেশীয় সিরিজে উড়ছে বাংলাদেশ। তবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দর্শক উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। তাই সামনের ম্যাচগুলোতে দর্শকদের মাঠে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।

বিস্তারিত…

ফের স্টেডিয়ামে জুয়া, আটক ২

আবারও স্টেডিয়ামের ভেতরে জুয়া খেলার ঘটনা ঘটেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। সোমবার বিপিএলের প্রথম ম্যাচ চলাকালে স্টেডিয়ামের গ্যালারি থেকে দুই জুয়াড়িকে আটক করা হয়।

সোমবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঐ ম্যাচ চলাকালে গ্যালারিতে বসে ৩৬৫ নামক বেটিং ওয়েবসাইটের মাধ্যমে কুমিল্লার ব্যাটসম্যান শোয়েব মালিককে নিয়ে পাঁচ হাজার টাকার বাজি ধরেছিলেন দুই জুয়াড়ি।

জুয়াড়িরা বাজি ধরেছিলেন, ম্যাচে শোয়েব মালিক ২১ রান করবেন। বেটিংয়ের ইঙ্গিত পেয়ে বিসিবির দুর্নীতি দমন বিভাগ তাদের আটক করে এবং মিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

দুজনই বাজি ধরার কথা স্বীকার করেছেন। অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজকে তাদের একজন বলেন, ‘আমরা নেটে (ইন্টারনেট) বাজি ধরেছিলাম। ৩৬৫ নামক একটি সাইটের সাথে বাজিটি ধরেছিলাম। ওই সাইটে আমরা একটি একাউন্ট খুলেছি। আমি পুরো টিম নিয়ে খেলিনি। প্লেয়ার নিয়ে খেলেছি। শোয়েব মালিকের রান নিয়ে ৫ হাজার টাকার আমি বেটিং খেলছিলাম। আমি বলেছি তিনি ২১ রান করবেন।’

আটককৃত দুই জুয়াড়ির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে  উত্তরে মিরপুর থানার উপপরিদর্শক আঃ রাজ্জাক বলেন, ‘আমরা ওদের থানায় নিয়ে যাব। এরপর দুর্নীতি দমন বিভাগ এসে ওদের বিরুদ্ধে মামলা করবে।’

এর আগে গত ১৭ নভেম্বর মিরপুর থেকে বেটিংয়ের সাথে জড়িত প্রমাণে ১২ বিদেশিসহ ৭৭ জন জুয়ারিকে বিসিবি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ৭৭ জন জুয়ারির মধ্যে ৬৫ জনই দেশি আর ১২ বিদেশির মধ্যে ১০ ভারতীয় ও বাকি দুইজন পাকিস্তানের।

বিশ্বের অনেক দেশে খেলাধুলা নিয়ে বাজি ধরা বৈধ হলেও বাংলাদেশে এটি অপরাধ হিসেবে গণ্য। বিপিএলের মতো হাই ভোল্টেজ আসরকে কেন্দ্র করে জুয়াড়িরা বরাবরই সক্রিয়। তবে এদের বিরুদ্ধে এখনও শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি বিসিবিকে। চলমান বিপিএলের বাজিকে কেন্দ্র করেই চলতি মাসের শুরুতে খুন হন একজন বিশ্ববিদ্যালয় ছাত্র।

সূত্রঃ বিডিক্রিকটাইম ডট কম। 

আম্পায়ারকে তিরস্কার করে সাকিবের শাস্তি…

বিপিএলের ২১তম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইনিংসের নবম ওভারে বল করছিলেন সাকিব আল হাসান। সাকিবের ডেলিভারিতে ইমরুল ফ্লাইট মিস করলে তা গিয়ে লাগে তার প্যাডে। সাকিব এলবিডব্লিউয়ের আবেদন জানালে আম্পায়ার আবেদন নাকচ করে নট আউট বলে জানান।

যদিও এটি পরিষ্কার এলবিডব্লিউ ছিল বলেই ধরা পড়ে টিভি ক্যামেরায়। সেটি বুঝতে পারছিলেন বোলার সাকিব নিজেও। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাই সাকিব অন ফিল্ড আম্পায়ার র‍্যানমোর মাটিংনোজকে দৃষ্টিকটু প্রতিক্রিয়া দেখান।

আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে প্রতিক্রিয়া দেখানোয় সাকিবকে শাস্তি দিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে তাকে, সেই সাথে নামের পাশে যুক্ত হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। নামের পাশে আর একটি ডিমেরিট পয়েন্ট যোগ হলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হবে সাকিবকে।

একই ম্যাচে শাস্তি পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ জেতানো পেসার হাসান আলীও। মোসাদ্দেক হোসেনকে বোল্ড করে হাসান আলী তাকে সাজঘরের পথ নির্দেশ করে দেন। বিষয়টি আপত্তিকর মনে হয়েছে অন ফিল্ড আম্পায়ারদের কাছে। তাই তাকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ৩০ শতাংশ। যদিও নামের পাশে যুক্ত হয়নি কোনো ডিমেরিট পয়েন্ট।

চলমান বিপিএলে আম্পায়ারদের সিদ্ধান্তের উপর প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি এবারই প্রথম নয়। এর আগে সিলেট সিক্সার্সের সাব্বির রহমান এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তামিম ইকবাল ও লিটন দাসও একই কারণে গুনেছেন জরিমানা ও ডিমেরিট পয়েন্ট। যদিও প্রতি ক্ষেত্রেই তারা প্রতিক্রিয়া প্রদর্শন করেছিলেন আম্পায়ারের ভুল সিদ্ধান্তের প্রতিবাদে। পঞ্চম বিপিএলে আম্পায়ারিং হচ্ছে বেশ দৃষ্টিকটু। ভুল সিদ্ধান্ত দিয়ে অনেক ম্যাচেই প্রভাব ফেলছেন আম্পায়াররা। বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিল খেলোয়াড়দের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর শাস্তিমূলক ব্যবস্থা নিলেও আম্পায়ারদের কোনো নোটিস পাঠাতেও দেখা যায়নি এখনও।

সূত্রঃ বিডিক্রিকটাইম ডট কম। 

অবশেষে বিশ্বজুড়ে দেখা যাবে বিপিএল…

শেষ পর্যন্ত দেশের বাইরেও দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল ) এর ম্যাচসমূহ। তার মানে বাংলাদেশ বাদেও অন্যান্য দেশে অবস্থানকারী দর্শকদের জন্য উন্মুক্ত হলো বিপিএল এর দুয়ার।

আন্তর্জাতিক সম্প্রচারকরা এগিয়ে এসেছে বিপিএল ২০১৭ সম্প্রচার করার জন্য। এর আগে কেবল বাংলাদেশেই মাছরাঙ্গা ও গাজি টিভি এর পর্দায় সম্প্রচারিত হচ্ছিল বিপিএল এর পঞ্চম আসর।  ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে বিপিএল এর চার ম্যাচ। দুইদিনের খেলা শেষে একদিন বিরতি দিয়ে আবার মঙ্গলবার শুরু হবে বিপিএল ২০১৭ এর আসর।

চিটাগাং ভাইকিংস ছাড়া সব দলই খেলে ফেলেছে অন্তত একটা ম্যাচ। দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে উদ্বোধনী স্বাগতিক দল সিলেট সিক্সার্স। প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকা ডাইনামাইটসকে অনায়াসে হারালেও আরেক ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারাতে বেগ পেতে হয় তাদের।

প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের কাছে হারলেও ২য় ম্যাচে বড় জয় নিয়ে টেবিলের দুইয়ে আছে শিরোপার অন্যতম দাবিদার সাকিব সাঙ্গাকারার হট ফেভারিট ঢাকা ডাইনামাইটস।

এক ম্যাচে এক জয় নিয়ে তিনে অবস্থান করছে সদ্য টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মাশরাফি বিন মর্তুজা এর অধীনে থাকা রংপুর রাইডার্স। এখনও কোনো ম্যাচ খেলে নি চাটগাঁও এর দল চিটাগাং ভাইকিংস।

অন্যদিকে টেবিলে সবেচেয়ে নিচে রয়েছে এক ম্যাচ খেলে একটিই হারা তিন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স , রাজশাহী কিংস ও খুলনা টাইটান্স। এর মধ্যে সিলেটের বিপক্ষে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েও হেরে যাওয়া কুমিল্লা আছে নিচ থেকে তিনে। বাকি দুই দল রাজশাহী ও খুলনা রয়েছে যথাক্রমে নিচ থেকে দুই ও তিন নম্বরে।

মাত্র শুরু হওয়া বিপিএল এর এখনও বাকি অনেকটুক পথ। কে পা হড়কায় আর কে মসৃণভাবে এগিয়ে যায় শিরোপার দিকে সেটাই এখন দেখতে পারবে বিশ্ববাসী। প্রায় ৪০ দিনের টুর্নামেন্টের ভবিষ্যৎ দেখাতে এগিয়ে এসেছে আন্তর্জাতিক সব ব্রডকাস্টার।

এক নজরে দেখা যাক অঞ্চলভিত্তিক ব্রডকাস্টারদের তালিকাঃ

Broadcasters Region
Freesports United Kingdom
Flow Caribbean (including Anguilla, Antigua-and-Barbuda, Aruba, Bermuda, Bahamas, Barbados, Bonaire, British Virgin Islands, Cayman Islands, Cuba, Curacao, Dominica, Grenada, Guadeloupe, Haiti, Jamaica, Martinique, Montserrat, Netherlands Antilles, Saint Barthélemy, Saint Kitts-and-Nevis, Saint Lucia, Saint Martin, Saint Vincent-and-the Grenadines, Trinidad-and-Tobago, and Turks and Caicos),
Willow USA and Canada
GEO Pakistan
StarTimes South and Sub Saharan Africa including Angola, Benin, Botswana, Burkina Faso, Burundi, Cameroon, Cape Verde, Central African Republic, Chad, Comoros Islands, Congo, Democratic Republic of Congo, Djibouti, Equatorial Guinea, Eritrea, Ethiopia, Gabon, Gambia, Ghana, Guinea, Guinea Bissau, Ivory Coast, Kenya, Lesotho, Liberia, Madagascar, Malawi, Mali, Mauritania, Mauritius, Mayotte, Mozambique, Namibia, Niger, Nigeria, Reunion, Rwanda, St Helena and Ascension, Sao Tome and Principe, Senegal, Seychelles, Sierra Leone, Somalia, Socotra, South Africa, South Sudan, Sudan, Swaziland, Tanzania, Togo, Uganda, Zambia, Zaire and Zimbabwe and adjacent islands
Ticon System Ltd. (OTT) Korea, Japan, China, Russia
Sports Fix Malaysia, Singapore, Thailand, Indonesia, Philippines, Vietnam
Moby Afghanistan
CRICINGF (OTT) The Middle-east

Within Bangladesh Territory:

Broadcasters Region
Gazi TV (GTV) & Maasranga TV Bangladesh
Rabbithole App. Bangladesh

সূত্রঃ বিডিক্রিকটাইম ডট কম। 

বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছে হোম অব ক্রিকেট…

সিলেট পর্ব শেষ করে ১১ নভেম্বর হোম অব ক্রিকেট হিসেবে খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের ঢাকা পর্ব। এরপর চট্টগ্রাম হয়ে বিপিএল আবার ফিরে আসবে ঢাকায়। বিপিএল আয়োজনের জন্য প্রস্তুত করা হচ্ছে মাঠ।

ইতোমধ্যেই মাঠের অধিকাংশ কাজ শেষ। বাদামী আউটফিল্ড ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজে। কেটে যাচ্ছে ধূসর ভাব। এখন চলছে উইকেটের প্রস্তুতি। সবগুলো উইকেটই রয়েছে গালিচা দিয়ে ঢাকা। তাই উইকেট কেমন হতে পারে তা বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে উইকেট হবে ব্যাটসম্যানদের স্বর্গ।

অগাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিল এ মাঠে। মাঠের আউটফিল্ড নিম্নমানের ছিল বলে অভিযোগ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল .(আইসিসি)। আইসিসির অভিযোগের জবাব দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি দায়ী করেছিল বিরূপ আবহাওয়াকে। এবার অবশ্য আববহাওয়া কোনো বাগড়া দেয়নি। তাই বিপিএলে সবুজ আর দ্রুত আউটফিল্ড দেখার প্রত্যাশা দর্শকদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মিরপুরের আউটফিল্ডে ছিল বাদামী ভাব। সেই আউটফিল্ডকে করা হচ্ছে সবুজ গালিচা। এছাড়া অন্যান্য প্রস্তুতিও শেষ অনেকটা। বাকি শুধু শেষের আঁঁচড় দেওয়া।

বিপিএলে মোট ম্যাচ হবে ৪৬ টি। এর মধ্যে প্রথম আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২৫ তম ম্যাচ থেকে ১০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ২৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

১১ নভেম্বর দুপুর একটায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। সন্ধ্যা ছয়টায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়বে সিলেট সিক্সার্স। এ দুইটি ম্যাচ দিয়েই শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব।  গ্রুপ পর্বের ১৬ ম্যাচ আয়োজনের পর চট্টগ্রাম হয়ে বিপিএল আবার ফিরে আসবে ঢাকায়। কোয়ালিফাইং রাউন্ডের চারটি ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হবে ঢাকায়।

সূত্রঃ বিডিক্রিকটাইম ডট কম।

শিরোনাম