দুর্নীতির অভিযোগে বাংলাদেশের কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক গ্রেফতার

বাংলাদেশে দুর্নীতির মামলায় কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক নৌবাহিনীর কমোডর (অব.) সফিক-উর-রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল বিবিসি বাংলাকে বলেন বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মহাখালীর নিউ ডিওএইচএসের বাসা থেকে সফিক-উর-রহমানকে গ্রেপ্তার করে দুদক।

মি. কামাল বলছিলেন কোস্ট গার্ডের প্রায় ১১ হাজার ১০০ মেট্রিক টন গম দুর্নীতির মাধ্যমে বিক্রি করে প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯৮ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সফিক-উর-রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করা হয়।

নিয়মানুযায়ী ওই গম বিক্রির সুযোগ ছিল না। কিন্তু কোস্ট গার্ডের তৎকালীন মহাপরিচালক সফিক-উর-রহমান ওই গম বিক্রির জন্য একটি কমিটি গঠন করেন। কমিটি ৫ টাকা কেজি দরে গম বিক্রি করে।

অথচ ওই সময় গমের বাজারমূল্য ছিল প্রতি কেজি ১১ টাকা ৬৪ পয়সা। এভাবে অভিযুক্ত ব্যক্তিরা সাত কোটি ৩৭ লাখ ৪ হাজার টাকা আত্মসাৎ করেন।

সুত্রঃ বিবিসি বাংলা।

ইভটিজিং

ঘটনাটি ১৮ সেপ্টেম্বরের। এলাকার সবচেয়ে প্রিয় মুখ কিশোরী নিতু মণ্ডল স্কুলে যাওয়ার পথে খুন হয় বখাটের হাতে। এই ঘটনার ঠিক ২৪ দিন আগে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিসাকে স্কুলের সামনের ওভারব্রিজে কুপিয়ে আহত করে আরেক বখাটে, চার দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিসা।

এভাবেই দেশের বিভিন্ন স্থানে বখাটেদের হাতে খুন-নির্যাতনের শিকার হচ্ছে নারীরা।আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, গত আট মাসে সারা দেশে বখাটেদের উৎপাতে যৌন হয়রানির ঘটনা ঘটেছে ১৬৯টি। এসব ঘটনায় আত্মহত্যা করেছে তিনজন নারী। যৌন হয়রানির প্রতিবাদ করায় খুন হয়েছে তিনজন ছাত্রী।

শুধু তাই নয়, যৌন হয়রানির প্রতিবাদ করায় পাঁচজন পুরুষকেও খুন করেছে বখাটেরা। যৌন হয়রানির প্রতিবাদ করে লাঞ্ছিত হয়েছেন ৮২ নারী ও ১৬ জন পুরুষ। এসব ঘটনায় আঘাতের শিকার হয়েছেন ৫৭ জন পুরুষ। বখাটেদের উৎপাতে স্কুলে যাওয়া বন্ধ হয়েছে চার ছাত্রীর।

বিস্তারিত…

পালাক্রমে ধর্ষণ

টাঙ্গাইলের মির্জাপুর তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) পালাক্রমে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
বুধবার সকালে শিশুটির মা বাদী হয়ে তিন জনকে আসামি করে মামলা করেন বলে জানান মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন।

আসামিরা হলেন উপজেলা রাজাবাড়ী গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে মনির হোসেন (১৯), এমারতের ছেলে রিপন মিয়া (২০) ও গবড়া গ্রামের খোকন মিয়া (২০)। শিশুটিকে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, রাজাবাড়ী গ্রামের বাসিন্দা মেয়েটি সোমবার রাত ৯টার দিকে শৌচাগারে যাওয়ার জন্য বাইরে গেলে রিপন, মনির ও খোকন মুখে গামছা পেঁচিয়ে তাকে তুলে নিয়ে যায়। পরে তারা পার্শ্ববর্তী এলাকায় নিয়ে শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে যায়।

“দীর্ঘক্ষণ পরও শিশুটি ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে।”
পরে তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মঙ্গলবার অবস্থার অবনতি হলে গাজীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান ওসি।

ফখরুলসহ ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে ২০১২ সালের পল্টন থানার একটি নাশকতার মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে এই অভিযোগ গঠন করা হয়।

আদালতে ফখরুলসহ অন্য নেতাকর্মীদের পক্ষে তাঁদের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।

এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হলো। আগামী ৪ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুর রহমান খান কাজল এনটিভি অনলাইনকে জানান, আজ শুনানিতে মির্জা ফখরুলসহ মামলার ৩৭ আসামি হাজির ছিলেন। বাকিরা আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাইফুল ইসলাম, সাজেদুর রহমান, আবদুল আল মারুফ, ওমর ফারুক, ইকরাম,ওয়াসিম, মুক্তা, লিটন, ওয়াসিম খান মুক্তা, বি এম নাজিম, দেলোয়ার হোসেন মন্টু, ফাহাদ আল ফারাজী, আব্দুলাহ আল মারুফ, মো. হাসান, আলাউদ্দিন, শাকিল ইসলাম, আমির হোসেন, শাখাওয়াত হোসেন শ্যামল, সুমন, রুবেল, মনিরুজ্জামান, মো. রহমত মাওলা, ইউসুফ হোসেন, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, জাকির হোসেন, মোরশেদ আলম, আবুল কাশেম প্রমুখ।

২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে ফকিরাপুল থেকে পল্টনের ভিআইপি রোডস্থ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

পরে ২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সুত্রঃ এনটিভি অনলাইন।

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হুমায়ুন কবীর নামের এক ব্যক্তি নিহত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হুমায়ুন কবীর নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার একটি অপহরণের ঘটনায় তাঁকে আটক করেছিল পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার চণ্ডীপুর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবীরের বাড়ি বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামে।

পুলিশের ভাষ্য, হুমায়ুন কবীর ডাকাত ছিলেন। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুটি গুলি ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য হুমায়ুনের লাশ পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরে লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হবে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, গতকাল সোমবার বিকেলে হাফিজুর রহমান নামের এক পাট ব্যবসায়ী পীরগঞ্জ ইসলামী ব্যাংক থেকে ১৩ লাখ টাকা তুলে বাড়ি যাচ্ছিলেন। পথে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরিচয় দিয়ে তাঁকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে হুমায়ুন কবীরসহ কয়েক দুর্বৃত্ত। পালিয়ে যাওয়ার সময় মিঠাপুকুর উপজেলার সাল্টি গোপালপুর এলাকায় মাইক্রোবাসটি এক পথচারীকে চাপা দেয়। স্থানীয় জনতা মাইক্রোবাসটি আটক করলে অপহৃত ব্যবসায়ী হাফিজুর চিৎকার করে তাঁর অপহরণের কথা জনতাকে জানান। পরে পুলিশ ব্যবসায়ী হাফিজুর রহমান ও তাঁর টাকা উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে পুলিশ বরিশালের হুমায়ুন কবীর, মাদারীপুর সদর উপজেলার শিষখাড়া গ্রামের ইউসুফ হাওলাদার, ভোলার বাংলাবাজারের সাব্বির আলী, চাঁদপুরের মতলব উপজেলার উত্তর ফতেহপুর গ্রামের মোহন আলী ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলব গ্রামের জাহাঙ্গীর হোসেনকে আটক করে।

ওসি রেজাউল ইসলাম আরো বলেন, হুমায়ুন কবীরের সহযোগীদের ধরার উদ্দেশ্যে আজ ভোরে উপজেলার চণ্ডীপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হুমায়ুন কবীরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে হুমায়ুন কবীর নিহত হন।

সুত্রঃ এনটিভি অনলাইন।

১৭ দিনেও উদ্ধার হয়নি মাদরাসা ছাত্রী

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা ইসলামিয়া সিনিয়র মাদরাসার ফাজিল ১ম বর্ষের ছাত্রী অপহরনের ঘটনায় শ্রীপুর থানায় মামলা হলেও গত ১৭ দিনে ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা হওয়ায় ক্ষিপ্ত হয়ে অপহরনকারীরা ওই ছাত্রীর পিতার বসত বাড়ীতে হামলা চালিয়ে মারপিট ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটায়।

বিস্তারিত…

প্রথম দেশ হিসেবে প্লাস্টিকে নিষেধাজ্ঞা জারি করল ফ্রান্স

বিশ্বের প্রথম দেশ হিসেবে পরিচ্ছন্নতা বজায় রাখা ও বৈশ্বিক উষ্ণায়ন থেকে পৃথিবীকে বাঁচাতে প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহারের সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করল ফ্রান্স। তবে এই নিষেধাজ্ঞা এখনই কার্যকর হচ্ছে না। এটি কার্যকর হবে ২০২০ সালে। গত মাসেই ফ্রান্সে শক্তি সংরক্ষণের জন্য নয়া নীতি কা‌র্যকর হয়েছে। তার পরই জারি করা হল এই নিষেধাজ্ঞা। ঠিক হয়েছে ২০২০ সাল থেকে ফ্রান্সে নিষিদ্ধ হবে সব রকমের প্লাস্টিকের কাপ, প্লেট ও চামচ। বর্তমানে ফ্রান্সের ৪৭৩ কোটি পরিত্যক্ত প্লাস্টিকের কাপ প্লেটের মধ্যে মাত্র ১ শতাংশ পুনর্ব্যবহার করা হয়। শক্তি খরচ বাঁচাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে তাই প্লাস্টিক কাপ-প্লেটের ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সূত্র: টেলিগ্রাফ।

রাজশাহীতে শিশুকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে শাহরিয়ার আলম (কাব্য) নামে সাত বছরের শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছেন মা। শনিবার দিবাগত রাতে মহানগরীর বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কাব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের শিশু শ্রেণির ছাত্র। রবিবার সকালে রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি জানান। তিনি বলেন, নিহত কাব্যের বাবা রফিক মাস্টার মেহেরচণ্ডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। এছাড়া তার একটি ওষুধের দোকানও রয়েছে। ঈদের ছুটিতে কাব্য মহানগরীর সাধুর মোড় এলাকায় তার নানা-নানির বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার সন্ধ্যায় কাব্যকে তার বাবা রফিক মাস্টার নানা-নানির বাড়ি থেকে নিয়ে আসেন। এরপরে ছেলেকে বাড়িতে রেখে তিনি ওষুধের দোকানে যান। গভীর রাতে বাড়ি ফিরে এসে তিনি ঘর ভেতর থেকে বন্ধ অবস্থায় পান। অনেক ডাকাডাকি করে দরজা না খোলায় কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালে দেখতে পান, কাব্য রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে। পাশে মা তসলিমাও অজ্ঞান অবস্থায় পড়ে। কাব্যের সারা শরীরে আঘাতের চিহ্ন। ওসি হুমায়ন কবির আরও বলেন, পরিবার প্রাথমিকভাবে জানিয়েছে, তসলিমা মানসিকভাবে ভারসাম্যহীন। তাকে আটক করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রঃ বিডি-প্রতিদিন

‘বন্দুকযুদ্ধে’ ‘সন্ত্রাসী’ নিহত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফদুর আলী ওরফে রিপন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে গাজীরচর ইউনিয়নের সাদীরচর গ্রামে এ ঘটনা ঘটে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন মোল্লা জানান, পাঁচটি হত্যা মামলাসহ ১৫টি মামলার আসামি ফদুর আলীকে গতকাল বুধবার পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে ভোরে তাঁকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারে গাজীরচর ইউনিয়নের সাদীরচর গ্রামে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় ফদুর আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ওসি আরো জানান, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি বন্দুক ও একটি দেশি রিভলবার ও নয়টি গুলি উদ্ধার করা হয়।

নিহত ফদুর আলী ওরফে রিপনের বাড়ি বাজিতপুর পৌরসভার দড়ি ঘাগটিয়া এলাকায়। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

সুত্রঃ এনটিভি অনলাইন।

আইনজীবীসহ পাঁচজনের কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় ফাঁস মামলায় স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম সামসুল আলম এ রায় ঘোষণা করেন।

এ মামলায় সালাউদ্দিন কাদেরের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য চার আসামির সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিস্তারিত…

শিরোনাম