“মুর্তজা কটেজ” হচ্ছে মাশরাফিদের নতুন বাড়ি
নিজের শহর নড়াইলে নিজেদের নতুন বাড়ি বানাচ্ছেন সীমিত ওভারের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। বাড়ির নাম হচ্ছে “মুর্তজা কটেজ”। পুরনো বাড়িটা ভেঙ্গেই ওখানে হবে বাড়িটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারাই এই বাড়ির সবকিছু জানিয়েছেন তিনি। ডুপ্লেক্স বাড়ির প্রতিটি তলা হবে প্রায় ১২৫০ স্কয়ার ফিট। মূল জমির পরিমাণ ৩ কাঠা। এই বাড়ি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে বর্ণা ইঞ্জিনিয়ারিং নামে এক প্রতিষ্ঠান কে।বিস্তারিত…