বৃটেনের ওয়ার্দিং কাউন্সিলের নতুন মেয়র সিলেটের ইবশা চৌধুরী

Youngest British Bangladeshi Mayor Ibsha Choudhury

সিলেট সিটি করপোরেশনের খুররুম খলা আবাসিক এলাকার বাসিন্দা প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব গোলাম রব্বানী চৌধুরী (আমোদ মিয়া)’র বড় ছেলে সিলেটের কৃতি সন্তান ইবশা আহমেদ চৌধুরী যুক্তরাজ্যের ওয়ার্দিং বারা কাউন্সিলের নতুন সিভিক মেয়র নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার কাউন্সিল ভবনের পূর্ণাঙ্গ কাউন্সিল সভায় কাউন্সিলরদের ভোটে ইবশা চৌধুরী নির্বাচিত হন। তিনি আগামী এক বছর ওয়ার্দিং কাউন্সিলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।

মেয়র ইবশা চৌধুরী লেবার পার্টির রাজনীতির সাথে জড়িত হন ২০১৯ সালে এবং ৫ বছরের ব্যবধানে নিজের যোগ্যতা ও কর্মদক্ষতা দিয়ে ওয়ার্দিং কাউন্সিলের প্রথম মুসলিম কাউন্সিলর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং কাউন্সিলর নির্বাচিত হন। সল্প সময়ের ব্যবধানে নিজ কর্মগুনে তিনি কাউন্সিলর থেকে ডেপুটি মেয়র এবং সর্বশেষ গত মঙ্গলবার তিনি মেয়র হিসেবে নির্বাচিত হয়ে দ্বায়িত্ব গ্রহন করেন। ৪১ বছর বয়সী ইবশা চৌধুরী বাংলাদেশি বংশদ্ভত সর্বকনিষ্ঠ মেয়র। গত এক বছর তিনি ওয়ার্দিং কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন। ইবশা চৌধুরীর আগে বাংলাদেশি বংশদ্ভত ফেরদৌসী বেগম ২০২২ সাল থেকে মেয়র হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ইবশা চৌধুরী ২০২১ সালে ক্যাসেল ওয়ার্ড থেকে লেবার পার্টির মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। এই ওয়ার্ড থেকে ইতিপূর্বে লেবার পার্টি কখনও নির্বাচনে জিততে পারেনি। কাউন্সিলর থাকাকালিন সময়ে ইবশা চৌধুরী ওয়ার্দিং টাউন ফুটবল ক্লাবের ইকুয়ালিটি অফিসারের দায়িত্বও পালন করছেন। ক‌রোনা মহামারির সময় তিনি একজন সক্রিয় কর্মী হিসেবে স্থানীয় মানুষের পাশে থেকে কমিউনিটির কল্যানে কাজ করেন।  এ সময় তিনি ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস এর খাবারের সমন্বয় ও সরবরাহে সার্বিকভাবে সহায়তা করে বেশ আলোচনায় আসেন।

ইবশা চৌধুরী জন্ম বাংলাদেশের সিলেট শহরের ৩৯ নম্বর ওয়ার্ডের খুররামখলা আবাসিক এলাকায়। তিনি সিলেট এমসি কলেজে লেখাপড়া করেন। ২০০০ সা‌লে তিনি পারিবারিক সূত্রে যুক্তরাজ্যে পাড়ি জমান। গোলাম রাব্বানী আমোদ চৌধুরী ও জেবু সুলতানা চৌধুরীর চার ছেলে ও তিন মেয়ের মধ্যে ইবশা চৌধুরী সবার বড়। পারিবারিকভাবে রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া ইবশা চৌধুরী যুক্তরাজ্যে সিভিল এনফোর্সমেন্ট অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি সাসেক্স পুলিশের ইনডিপেনডেন্ট অ্যাডভাইজার গ্রুপের অ্যাডভাইজার পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

মেয়র হিসেবে শপফ নেয়ার পর এক টেলিফোন সাক্ষাৎকারে ইবশা চৌধুরী বলেন, ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি তার একটা মোহ কাজ করতো। সেই প্রেরনা থেকেই যুক্তরাজ্যের মূল ধারার রাজনীতিতে আমার পদচারনা। সব শ্রেণি ও পেশার মানুষের জন্য সুযোগ-সুবিধা ও সমানাধিকার  নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে আরও বড় পরিসরে কাজ করতে চাই।

সাংবাদিকঃ তৌহিদুল করিম মুজাহিদ

বো গ্রিন ডেভেলপমেন্ট এর প্রথম ধাপের কাজ প্রায় সম্পন্ন

Tower Hamlets new housing project “Bow Green Development”

টাওয়ার হ্যামলেটস “বো গ্রিন ডেভেলপমেন্ট” এর প্রথম ধাপের কাজ প্রায় শেষের পথে। বো এলাকায় নির্মানাধীন এ প্রকল্পের কাজ শেষ হবে ৫টি ধাপে। সম্পূর্ণ কাজ শেষ হলে এখানে নতুন করে ১৪‘শ ৫০টি পরিবারের জন্য তৈরী হবে ১৪৫০ টি ফ্লাট যার মধ্যে ৩৫ শতাংশ থাকবে কাউন্সিল হোমস। প্রথম ধাপের কাজ প্রায় শেষ, যেখানে থাকছে ৩১৪টি ফ্লাট যার মধ্যে কাউন্সিলের এফোর্ডেবল রেন্টের আওতায় থাকবে ৮২টি ফ্লাট।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান প্রথম ধাপের কাজ সমাপ্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে বলেন, সরকার বা কাউন্সিল একার পক্ষে হাউজিং চাহিদা মেটানো সম্ভব নয়। আর এ কারনে আমাদেরকে হাউজিং এসোসিয়েশন এবং প্রাইভেট ডেভেলপারদের সাথে যৌথ ভাবে পার্টনারশীপের মাধ্যমে কাজ করে উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে। বো গ্রিন ডেভেলপমেন্ট প্রকল্প এরই একটি বাস্তব উদাহরন। এখানে নির্মিত ঘরের ৩৫ শতাংশ পাবেন কাউন্সিলের সাধারন বাসিন্দারা। একই ভাবে ভবিষ্যতে আমাদের বারায় প্লানিং গেইনে‘র ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত কাউন্সিলকে প্রদানের পলিসির জন্য আমরা প্রস্তাব করেছি। এরফলে ভবিষ্যতে এফোর্ডেবল রেন্ট কাউন্সিল হাউজিংয়ের সংখ্যা ক্রমান্নয়ে বৃদ্ধি পাবে।

নির্বাহী মেয়র আরো বলেন, বড় সাইজের ঘরের জন্য আমাদের অসংখ্য পরিবার অনেক কস্ট করছে। প্রকৃত অর্থে এফোর্ডেবল ঘর তৈরীতে সহায়তা করে আমরা আমাদের হাউজিং সমস্যা সমাধানে যথাসাধ্য ভূমিকা রাখতে চাই। আমারা আশাকরি আমাদের সব পরিবারগুলো যেন একটি যথার্থ ও মানসম্পন্ন ঘরে থাকতে পারে।  অনুষ্ঠানে বার্কলে গ্রুপের সিইও রব প্রিনিস সহ আরো অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রব প্রিনিস বলেন, আমরা টাওয়ার হ্যামলেটস ও জিএলএ এর সাথে কাজ করে গর্বিত। আমরা শুধু উচ্চ মানের হাউজ ডেলিভারী দিচ্ছিনা, সাথে সাথে বো গ্রিন এলাকায় পার্কসহ আরো নানাবিধ জনহিতকর সুবিধা তৈরী করছি। নির্বাহী মেয়রের পরামর্শে আমরা বড় সাইজের ঘর নির্মানের সংখ্যা বৃদ্ধি করেছি। গেটওয়ে হাউজিং এর সিইও কেইট ফ্রাংলিন বলেন, আমরা খুশী টাওয়ার হ্যামলেটসের অনেক বাসিন্দা ২০২৫ ও ২০২৬ সালের মধ্যে  উচ্চমানের ঘরে স্থানান্তরিত হতে পারবেন।

উল্লেখ্য, বো গ্রিন ডেভেলপমেন্ট এলাকার পাশেই রয়েছ নদী, খাল ও গ্রিন পার্কসহ দৃষ্টি নন্দন পরিবেশ যা তাদের কাছের অংশ।

বার্কলে গ্রুপের প্রতিষ্ঠান সেন্ট জেইমস হোমস ও গেটওয়ে হাউজিং এসোসিয়েশনের পার্টনারশীপে ২০৩৩ সালের মধ্যে মোট ৫ ধাপে পুরো হাউজিং ডেলিভারীর প্লান বাস্তবায়নের পথে রয়েছে। বার্কলে গ্রুপ গত ৫ বছরে ইউকে‘তে ১৯ হাজার ঘর ডেলিভারী দিতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে গ্রুপটি বৃটিশ ইকোনমিতে ভুমিকা রেখেছে প্রায় ১৩ দশমিক ৮ বিলিয়ন পাউন্ড।

সাংবাদিকঃ তৌহিদুল করিম মুজাহিদ

আসাদের পদত্যাগের দাবিতে সিরিয়ায় বিক্ষোভ

 

https://www.youtube.com/watch?v=9cQLb8H80ws&list=PLSCMPm7q1k_6rou1xyWFlZXTQnbipKXFS&index=1&t=2s

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে সরকারনিয়ন্ত্রিত অঞ্চলে বিক্ষোভ করেছে শত শত মানুষ। অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দুই সপ্তাহ আগে দক্ষিণ সিরিয়ায় এই বিক্ষোভ শুরু হলেও দ্রুতই তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।

জ্বালানির মূল্যবৃদ্ধি, আর্থিক দুর্নীতি ও সরকারের অব্যবস্থাপনা সরকারবিরোধী বিক্ষোভকে গতি দিয়েছে। সাম্প্রতিক এই জনবিক্ষোভের শুরু হয়েছিল সিরিয়ার বর্তমান ভয়াবহ অর্থনৈতিক দূরাবস্থার প্রতিবাদের মধ্যে দিয়ে; কিন্তু অল্প সময়ের মধ্যেই তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। শুক্রবার দেশটির বিভিন্ন প্রদেশের বিক্ষোভ মিছিলগুলোতে ধ্বনিত হয়েছে- ‘বাশার দূর হোক, সিরিয়া স্বাধীন হোক’।

সিরিয়া বর্তমানে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করছে। ১২ বছর আগে যখন গৃহযুদ্ধ শুরু হয়েছিল তখন এক ডলারের বিপরীতে সিরিয়ান পাউন্ডের দর ছিল ৪৭। বর্তমানে সেই মূল্যমান নেমে পৌঁছেছে ১৫ হাজার ৫০০তে। সিরিয়ার ইতিহাসে এর আগে ডলারের বিপরীতে পাউন্ডের এই পরিমাণ দরপতন ঘটেনি।

চলতি বছর জুন মাসে জাতিসংঘ বলেছিলে, সিরিয়ার ১২ বছরের সংঘাত  দেশটির ৯০ শতাংশ জনগণকে দারিদ্র্যসীমার নিচে নামিয়ে এনেছে। একই সঙ্গে বাড়ছে খাদ্যদ্রব্য ও জ্বালানির দাম এবং থাকছে না বিদ্যুৎ।

সিরিয়ার ১৪টি প্রদেশের মধ্যে ৩টি ব্যাতীত বাকিগুলো এখনও রাজধানী দামেস্কে ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে। সরকার নিয়ন্ত্রিত প্রদেশগুলোতে সরকারবিরোধী বিক্ষোভ বিরল, কিন্তু এবারের বিক্ষোভ শুরু হয়েছে মূলত সরকার নিয়ন্ত্রিত প্রদেশগুলোতেই। এমনকি এই বিক্ষোভে সাড়া দিয়েছেন দ্রুজ ধর্মাবলম্বীরাও, যারা দেশটির মোট জনসংখ্যার মাত্র ৩ শতাংশ। গত ১২ বছরে কখনও কোনো আন্দোলন-প্রতিবাদে অংশ নেয়া দ্রুজরা এই প্রথম কোনো আন্দোলনে নামলেন।

বিসিবি প্রধানের নির্দেশে ওয়ানডে দলে মিরাজ!

কাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রঙিন অভিষেক হলো মেহেদী হাসান মিরাজের। ম্যাচ বিসিবি প্রধান নাজমুল হাসান জানান তাকে দলে ফিরিয়ে আনতে তিনি নির্দেশ দেন। 

নিজের অভিষেক ম্যাচেই দলের প্রয়োজনে দুটি গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে দিয়েছেন অধিনায়কের আস্থার প্রতিদান।  লংকান টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্য বিবেচনায় নিয়ে সানজামুল ইসলামের জায়গায় মিরাজকে অভিষেক করানো হয়। এরই মধ্যে ৭টি টেস্ট খেলে ফেললেও মেহেদী হাসান মিরাজ জাতীয় দলের লাল-সবুজ জার্সি গায়ে চড়ালেন এবারই প্রথম।বিস্তারিত…

বিপিএল সম্প্রচারে বাড়ছে প্রযুক্তির ব্যবহার

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর। এরই মধ্যে সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে বিপিএলের চতুর্থ আসরকে সামনে রেখে। দর্শকদের মাঝে বিপিএলের খেলাগুলো সরাসরি তুলে ধরতে বরাবরের মতো আসন্ন বিপিএলের সম্প্রচার স্বত্ব থাকছে চ্যানেল নাইনের কাঁধেই। বিগত আসরগুলোতে নিম্ন মানের সম্প্রচারে অনেক সমালোচনা হওয়ায় এবার প্রশংসা কুঁড়াতে নিজেদের সর্বোচ্চটা দিতে চায় চ্যানেল নাইন কতৃপক্ষ।বিস্তারিত…

“বিপিএল এও ভাল করবেন মিরাজ “

বিপিএল এর চতুর্থ আসরে রাজশাহী কিংসের হয়ে কাপ্তানের দায়িত্ব পালন করবেন টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী সাবেক উইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি। তার নজর ছিল বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ক্রিকেটেও। আর তার  নজড় কেড়েছে ইংল্যান্ড সিরিজে উজ্জ্বল মেহেদি হাসান মিরাজ।বিস্তারিত…

গুগলের নতুন মেসেজিং অ্যাপ ‘আল্লো’

এ বছরের শুরুতে গুগল আই/ও তে গুগল ঘোষণা দিয়েছিল তাদের নতুন মেসেজিং অ্যাপ ‘আল্লো’ ও ভিডিও কলিং অ্যাপ ‘ডুয়ো’ নিয়ে আসার। অবশেষে ব্যবহারকারীদের উন্মুক্ত করা হয়েছে মেসেজিং অ্যাপ আল্লো। নতুন এই অ্যাপটিতে রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা। গুগলের দাবি এই অ্যাপ ব্যবহারকারীদের মেসেজিংয়ের ক্ষেত্রে একদম নতুন অভিজ্ঞতা দেবে। সেই সাথে দেবে গোপনীয়তা বজায় রাখার নিশ্চয়তা।

হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে গুগলের আল্লোকে। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কারিগরি দিক থেকে হোয়াটসঅ্যাপের সঙ্গে মিল রয়েছে আল্লোর। এই অ্যাপ চালু করার জন্য কোনো গুগল অ্যাকাউন্টের দরকার পড়বে না। ব্যবহারকারীরা তাদের ফোন নম্বর দিয়েই অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলতে পারবে। এ ছাড়া অ্যাপটির বিষয়ে আরো কিছু তথ্য জানানো হয়েছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে।

গুগল অ্যাসিসটেন্ট সাপোর্ট

গুগল অ্যাসিসটেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে আল্লো অ্যাপটি। ফলে অ্যাপটি থেকে সার্চ দেওয়া যাবে। ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় হোটেল, ফ্লাইট, সিনেমা হলের খবর জানতে পারবে অ্যাপটিতে সার্চ দিয়ে। এ ছাড়া ইউটিউব, ম্যাপস ও ট্রান্সলেটের মতো গুগলের সেবাগুলোর সঙ্গেও যুক্ত রয়েছে অ্যাপটি।

স্মার্ট রিপ্লাই

অ্যাপটিতে রয়েছে স্মার্ট রিপ্লাই সুবিধা। এর ফলে টেক্সট করার বিভিন্ন সাজেশন দেবে অ্যাপটি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যবহারকারীর চ্যাটবক্স ঘেটে এসব সম্ভাব্য সাজেশন তৈরি করবে আল্লো।

ফন্টের আকার ঠিক করার সুবিধা

ব্যবহারকারীরা ফন্টের আকার ছোট বড় করে নিতে পারবেন চ্যাটবক্সে। ‘হুইসপার’ ও ‘শাউট’ বাটন দুটি ব্যবহার করে ফন্ট ছোট অথবা বড় করা যাবে।

ইনকগনিটো মোড

গুগলের ওপেন সিগনাল প্রোটোকল ব্যবহার করে এই সুবিধা চালু করা হয়েছে। এটি ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করতে সাহায্য করবে। এর মাধ্যমে প্রতিবার চ্যাট করার পর সেই চ্যাটবক্সটি মুছে যাবে। অর্থ্যাৎ কোনো চ্যাটিং হিস্ট্রি থাকবে না।

ছবিতে লেখার সুবিধা

চ্যাটিংকে আরো মজার ও আকর্ষণীয় করে তুলতে আল্লো অ্যাপটি ব্যবহারকারীদের ছবির মধ্যে আঁকাআঁকির করার এবং সেগুলো সম্পাদনা করে চ্যাটবক্সে পাঠানোর সুযোগ করে দেবে।

স্টিকার্স

আড্ডাবাজি জমিয়ে তুলতে নতুন সব স্টিকার যোগ করা হয়েছে আল্লো অ্যাপটিতে।

গরুর রক্ত দিয়ে তৈরি স্ন্যাক্স বারে রাখার নির্দেশ

বেলারুশের রাজধানী মিনস্কে একটি বারে আকস্মিকভাবে এসেছিলেন সেখানকার স্বাস্থ্য দপ্তরের একটি দল। সেখানে এসে তারা বারের মালিককে যে নির্দেশনা দিলেন তা শুনে মালিক রীতিমতো বিস্মিত।

কর্মকর্তারা বারের মালিককে বলেছেন, তার দোকানের কাউন্টারে গরুর রক্ত দিয়ে তৈরি হেমাটোজেন স্ন্যাক্স যেন সাজিয়ে রাখা হয়। কারণ এ হেমাটোজেন স্ন্যাক্স আয়রন সমৃদ্ধ।

এজন্য স্বাস্থ্য দপ্তর থেকে দোকান মালিককে চিঠিও দেয়া হয়েছে।

দোকানে মালিক বলছেন গুরুর রক্ত থেকে তৈরি এসব হেমাটোজেন বার সাবেক সোভিয়েত ইউনিয়ন জামানায় শিশুদের কাছে খুব জনপ্রিয় ছিল।

কিন্তু আধুনিক সময়ে যারা বারে আসেন তাদের কাছে এ স্ন্যাক্স জনপ্রিয় হবে কিনা সেটি তিনি বুঝতে পারছেন না।

বারের মালিক বলছেন, তার এখানে যারা মদ্যপান করতে আসে তাদের যদি বলা হয়, তোমরা বিয়ারের সাথে এই হেমাটোজেন বার খাও তখন তারা হাসবে।

কিন্তু স্বাস্থ্য দপ্তর এটিকে মোটেই হাস্যকর কোন বিষয় মনে করছে না। কর্মকর্তারা প্রশ্ন তুলছেন, দোকানে যদি চকলেট বার থাকতে পারে, তাহলে এ হেমাটোজেন বার রাখতে সমস্যা কোথায়?

মানুষজন যাতে স্বাস্থ্যকর খাবার খেতে উৎসাহিত হয় সেজন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে কর্মকর্তারা উল্লেখ করছেন।

সূত্রঃ বিবিসি বাংলা।

হার দিয়ে আয়ারল্যান্ড সফর শুরু জাহানারাদের

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৬ রানে হারিয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বৃষ্টির জন্য নির্ধারিত সময় থেকে ২ ঘন্টা পর খেলা শুরু হলে, ম্যাচ অফিসিয়ালরা সিদ্ধান্ত নেয় ১০ ওভারের ম্যাচ আয়োজন করার।

নর্দান আয়ারল্যান্ড ব্রেডি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে কার্টেল ওভারের ম্যাচে টস জিতে আগে স্বাগতিক আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম। উদ্বোধনী জুটিতে ১৫ রান যোগ করে লুইস (৪) রিতু মনির বলে আউট হওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে কাভানাগকে সাথে নিয়ে ১৮ রান যোগ করেন শিলিংটন।

২৬ রান করা শিলিংটনকে ফাহিমা খাতুন সরাসরি বোল্ড করে ভাঙ্গে বিপদজ্জ্বনক হয়ে উঠতে থাকা এ জুটি। পরবর্তীতে ম্যাচে বাঘিনীদের প্রভাবে বাকী আইরিশ ব্যাটাররা কুপোকাত হতে থাকলে, এবং কেউ বড় সংগ্রহ করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে  নির্ধারিত ১০ ওভারে ৫৪ রানে থামে  আইরিশদের ইনিংস।

বাংলাদেশ নারী দলের পক্ষে খাদিজা তুল তুব্রা ২ ওভার বল করে ৫ রান খরচায় নেন সর্বোচ্চ ৩টি উইকেট। এছাড়া রুমানা, ফাহিমা, রিতু, পান্না সবাই একটি করে উইকেট নেন।

জবাবে শুরুতেই ১৩ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শুরু ভালো না হলেও দ্বিতীয় উইকেটে ক্রিজে আসা ফারজানা হক জয়ের স্বপ্ন দেখাতে থাকে বাংলাদেশকে। কিন্তু জয়ের যে পরিমাণ সাহায্য প্রয়োজন ছিল সতীর্থদের কাছ থেকে তার ছিটে-ফুটাও ফারজানাকে দিতে পারেনি কেউ।

একা লড়াই চালিয়ে জয়ের কাছে নিয়ে গেলেও শেষ ওভারের চতুর্থ বলে তার বিদায়ের সাথে-সাথে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাঘিনীরা। শেষ দুই বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান, তবে জাহানারা আলম ২ রানের বেশি না করতে পারলে নির্ধারিত ১০ ওভার শেষে ৪৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। এর ফলে  ৬ রানের হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়তে হয় জাহানারা বাহিনীকে।

দু’দলের মধ্যকার দ্বিতীয় ও সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে একই মাঠে মঙ্গলবার।

সংক্ষিপ্ত স্কোর-

আয়ারল্যান্ডঃ ৫৪-৮ (১০ ওভার)
শিলিংটন ২৬; খাদিজা ৫-৩, ফাহিমা ৫-১

বাংলাদেশঃ ৪৮-৬ (১০ ওভার)
ফারজানা ২৪; ক্যাথরিন ৫-২

সূত্রঃ বিডিক্রিকটিম ডট কম। 

 

বিস্ফোরণে ধ্বংস ফেসবুকের স্যাটেলাইট

যে স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার দরিদ্র দেশগুলোয় ইন্টারনেট সেবা দেয়ার পরিকল্পনা করছিল সামাজিক মাধ্যম প্রতিষ্ঠান ফেসবুক, পরীক্ষার সময়ই বিস্ফোরণে সেই স্যাটেলাইটটি ধ্বংস হয়ে গেছে।

শনিবার ওই স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল।

কিন্তু তার আগেই, বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে পরীক্ষা চলার সময় উৎক্ষেপণ যন্ত্রের রকেটগুলোয় আগুন ধরে যায়।বিস্ফোরণের ধাক্কায় কয়েক মাইল দুরের ভবনগুলোও কেপে ওঠে।বিস্তারিত…

শিরোনাম