ঢাকা বিমানবন্দরের কাছে বোমা বিস্ফোরণে একজন নিহত

বাংলাদেশের ঢাকায় আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছে।

পুলিশ বলছে, গোল চত্বর এলাকায় পুলিশের চেক পোস্টের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া এই খবরটি নিশ্চিত করেছেন। মি. মিয়া জানান নিজের সাথে থাকা বোমা বিস্ফোরনে লোকটি নিহত হয়েছে।

তিনি বলেছেন, নিহত ব্যক্তিটির কোমর থেকে উপরের অংশ উড়ে গেছে এবং কোমরের কাছে বোমাটি বাঁধা ছিলো।বিস্তারিত…

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম ডালিয়া হালিম ডলি। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইনে দুর্ঘটনাটি ঘটে। নিজের সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তার।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, “ডলি তার সন্তানকে মতিঝিলের একটি স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। “বিস্তারিত…

কারওয়ান বাজারে বাসের চাপায় শিশু নিহত

রাজধানীর কারওয়ার বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় রবিউল ইসলাম ইসলাম (১০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তেজগাঁও খানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হারুন  পরিবর্তন ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম মুহাম্মাদ রবিউল ইসলাম। পিতার নাম মুহাম্মাদ সাঈদুর রহমান। সে কারওয়ান বাজারে অবস্থিত জামিয়া আম্বরশাহ আল ইসলামিয়া মাদ্রাসায় হিফযুল কুরআনের ছাত্র।

রবিউল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার পাদিয়াকুল ইউনিয়নের চকমপুর গ্রামে।

পরে  তেজগাঁও থানার এসআই মাইকেল বণিক ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

অন্যদিকে ঘাতক গাড়ি টিকে মতিঝিল থানা পুলিশ আটক করেছে বলেও জানান এসআই হারুন।

পথে প্রবাসে//বিএম

ওষুধ ব্যবসায়ী পরিচয়ে জঙ্গিরা

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার বড় কবরস্থানের ‘দেওয়ান বাড়ি’ নামের তৃতীয় তলার দুটি ফ্লাট ভাড়া নেওয়ার সময় নিজেদের ওষুধ ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিল জঙ্গিরা।

বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ান পুলিশকে এ তথ্য দিয়ে জানান, ওষুধ ব্যবসায়ী পরিচয়ে গত রোজার মাসের শেষে তার বাড়ির তৃতীয় তলার দুটি ইউনিট ভাড়া নেন কয়েকজন ব্যক্তি। আজ শনিবার অভিযান পরিচালনার আগে নুরুদ্দিন দেওয়ানকে সেই বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেয় পুলিশ। পরে সকাল ৯টা ৩৫ মিনিট ১০টা ৩৫ মিনিট পর্যন্ত ওই বাড়িতে ‘অপারেশন হিট স্ট্রং টুয়েন্টি সেভেন’ নামে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট। অভিযানে গুলশান ও শোলাকিয়া হামলার ‘মূল পরিকল্পনাকারী’ তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়েছেন। অভিযান শেষে এক ব্রিফিংয়ে আইজিপি একেএম শহীদুল হক জানান, গুলশান ও কল্যাণপুরের অভিযানের পর জঙ্গিরা ঢাকা ছেড়ে নারায়ণগঞ্জে আস্তানা গেড়েছিল। গুলশান ও শোলাকিয়াসহ বিভিন্ন জঙ্গি হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক। সিরিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে সে বাংলাদেশে আসে। আইজিপি বলেন, গুলশান ও শোলাকিয়াসহ দেশে যতগুলো জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, তার সবগুলোই এই তামিম চৌধুরীর নেতৃত্বে নিউ জেএমবি ঘটিয়েছে। আমরা তামিম চৌধুরীকে খুঁজছিলাম। পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি তামিম চৌধুরী নারায়ণগঞ্জে অবস্থান করছে। সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিম, পুলিশ সদর দফতরের এলআইসি শাখা ও নারায়ণগঞ্জ পুলিশ যৌথভাবে এ অভিযান চালিয়েছে।

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

ঘূর্ণিঝড়ে ফরিদপুরে পাটকলের চাল ভেঙে নিহত ৪

বাংলাদেশের ফরিদপুরের সদর উপজেলায় ঘূর্ণিঝড়ে একটি পাটকলের চালের শেড ভেঙে চারজন নিহত হয়েছে। ওই পাটকলের প্রায় ত্রিশজন আহত বলে জানা যাচ্ছে।

বিস্তারিত…

জ্বলছে বসুন্ধরা সিটি, নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিসের ২৯ ইউনিট

রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট। এছাড়া বসুন্ধরার নিজস্ব কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন।
বিস্তারিত…

শিরোনাম