বো গ্রিন ডেভেলপমেন্ট এর প্রথম ধাপের কাজ প্রায় সম্পন্ন

Tower Hamlets new housing project “Bow Green Development”

টাওয়ার হ্যামলেটস “বো গ্রিন ডেভেলপমেন্ট” এর প্রথম ধাপের কাজ প্রায় শেষের পথে। বো এলাকায় নির্মানাধীন এ প্রকল্পের কাজ শেষ হবে ৫টি ধাপে। সম্পূর্ণ কাজ শেষ হলে এখানে নতুন করে ১৪‘শ ৫০টি পরিবারের জন্য তৈরী হবে ১৪৫০ টি ফ্লাট যার মধ্যে ৩৫ শতাংশ থাকবে কাউন্সিল হোমস। প্রথম ধাপের কাজ প্রায় শেষ, যেখানে থাকছে ৩১৪টি ফ্লাট যার মধ্যে কাউন্সিলের এফোর্ডেবল রেন্টের আওতায় থাকবে ৮২টি ফ্লাট।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান প্রথম ধাপের কাজ সমাপ্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে বলেন, সরকার বা কাউন্সিল একার পক্ষে হাউজিং চাহিদা মেটানো সম্ভব নয়। আর এ কারনে আমাদেরকে হাউজিং এসোসিয়েশন এবং প্রাইভেট ডেভেলপারদের সাথে যৌথ ভাবে পার্টনারশীপের মাধ্যমে কাজ করে উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে। বো গ্রিন ডেভেলপমেন্ট প্রকল্প এরই একটি বাস্তব উদাহরন। এখানে নির্মিত ঘরের ৩৫ শতাংশ পাবেন কাউন্সিলের সাধারন বাসিন্দারা। একই ভাবে ভবিষ্যতে আমাদের বারায় প্লানিং গেইনে‘র ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত কাউন্সিলকে প্রদানের পলিসির জন্য আমরা প্রস্তাব করেছি। এরফলে ভবিষ্যতে এফোর্ডেবল রেন্ট কাউন্সিল হাউজিংয়ের সংখ্যা ক্রমান্নয়ে বৃদ্ধি পাবে।

নির্বাহী মেয়র আরো বলেন, বড় সাইজের ঘরের জন্য আমাদের অসংখ্য পরিবার অনেক কস্ট করছে। প্রকৃত অর্থে এফোর্ডেবল ঘর তৈরীতে সহায়তা করে আমরা আমাদের হাউজিং সমস্যা সমাধানে যথাসাধ্য ভূমিকা রাখতে চাই। আমারা আশাকরি আমাদের সব পরিবারগুলো যেন একটি যথার্থ ও মানসম্পন্ন ঘরে থাকতে পারে।  অনুষ্ঠানে বার্কলে গ্রুপের সিইও রব প্রিনিস সহ আরো অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রব প্রিনিস বলেন, আমরা টাওয়ার হ্যামলেটস ও জিএলএ এর সাথে কাজ করে গর্বিত। আমরা শুধু উচ্চ মানের হাউজ ডেলিভারী দিচ্ছিনা, সাথে সাথে বো গ্রিন এলাকায় পার্কসহ আরো নানাবিধ জনহিতকর সুবিধা তৈরী করছি। নির্বাহী মেয়রের পরামর্শে আমরা বড় সাইজের ঘর নির্মানের সংখ্যা বৃদ্ধি করেছি। গেটওয়ে হাউজিং এর সিইও কেইট ফ্রাংলিন বলেন, আমরা খুশী টাওয়ার হ্যামলেটসের অনেক বাসিন্দা ২০২৫ ও ২০২৬ সালের মধ্যে  উচ্চমানের ঘরে স্থানান্তরিত হতে পারবেন।

উল্লেখ্য, বো গ্রিন ডেভেলপমেন্ট এলাকার পাশেই রয়েছ নদী, খাল ও গ্রিন পার্কসহ দৃষ্টি নন্দন পরিবেশ যা তাদের কাছের অংশ।

বার্কলে গ্রুপের প্রতিষ্ঠান সেন্ট জেইমস হোমস ও গেটওয়ে হাউজিং এসোসিয়েশনের পার্টনারশীপে ২০৩৩ সালের মধ্যে মোট ৫ ধাপে পুরো হাউজিং ডেলিভারীর প্লান বাস্তবায়নের পথে রয়েছে। বার্কলে গ্রুপ গত ৫ বছরে ইউকে‘তে ১৯ হাজার ঘর ডেলিভারী দিতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে গ্রুপটি বৃটিশ ইকোনমিতে ভুমিকা রেখেছে প্রায় ১৩ দশমিক ৮ বিলিয়ন পাউন্ড।

সাংবাদিকঃ তৌহিদুল করিম মুজাহিদ

You might also like

Leave a Reply

শিরোনাম