গর্ভনিরোধক বড়ির পার্শ্বপ্রতিক্রিয়া

অবাঞ্ছিত গর্ভধারণ রোধের অন্যতম সহায়ক কনট্রাসেপটিভ পিল বা গর্ভনিরোধক বড়ি। নিয়মিত যৌনজীবনকে উপভোগ্য করে তুলতে অনেক মহিলাই এই বড়ি খেয়ে থাকেন। কিন্তু বড়ি খাওয়ার কয়েক মাসের মধ্যে শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় সেইসব মহিলার ক্ষেত্রে। একাধিক শারীরিক সমস্যাও তৈরি হয়। অনেকের ব্যবহারেও পরিবর্তন আসে।

স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মত, এর নেপথ্যে থাকে গর্ভনিরোধক বড়িগুলির পার্শ্বপ্রতিক্রিয়া। তবে চিকিৎসকের সঙ্গে পর্যালোচনা করলে গুরুতর ক্ষতি রোধ করা যায়। তবুও কিছু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া কিছুতেই পিছু ছাড়তে চায় না। যেগুলি হল –

 গা বমিভাব।

ওজন বৃদ্ধি।

স্তনের আকার বেড়ে যাওয়া।

ঋতুচক্রের মাঝে রক্তপাত।

মুড সুইং।

এগুলি হল সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া। কিন্তু তা যদি ব্যথাজনিত হয়, তবে আরও বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন –

তলপেটে তীব্র যন্ত্রণা।

বুকে ব্যথা।

ঘনঘন মাথায় যন্ত্রণা।

চোখের সমস্যা, ঝাপসা দৃষ্টি।

পায়ে ও থাই পেশি ফুলে যাওয়া ও যন্ত্রণা।

You might also like

Leave a Reply

শিরোনাম