ফ্যাশানে ছেলেদের পাঞ্জাবী

fb_img_1479125142583
মডেলঃ সাগর।

 

 

যুগে যুগে উৎসব উদযাপনের প্রক্রিয়া তে ব্যাপক পরিবর্তন এসেছে, মানুষের রুচিতেও এসেছে এ পরিবর্তন। আনন্দ উদযাপনের এই এক পন্থা আজও সবাই একই ভাবে মেনে আসছে। যেকোন অনুষ্ঠানে একটা হলেও নতুন পোশাক সবার চাই-ই-চাই। নতুন পোশাক ছাড়া যে কোন অনুষ্ঠান যেন অসম্ভব।

বর্তমান সময়ে ছেলেরা পাঞ্জাবীর ক্ষেত্রে রঙকেই প্রাধান্য দিয়ে থাকে। একটা সময় ছিলো যখন পাঞ্জাবীর রঙ বলতে সাদা রঙটাকেই প্রাধান্য দেয়া হতো। কিন্তু বর্তমান সময়টা ভিন্ন । এখনকার ছেলেদের কাছে পছন্দটা একটু আলাদা হয়ে থাকে। বিভিন্ন রঙের পাঞ্জাবী এখন শপিংমল গুলিতে দেখা যায়। ফলে পাঞ্জাবি কেনার ক্ষেত্রে ছেলেরা তাদের নিজেদের শরীরের রঙ, উচ্চতা এবং স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখে। এমন কিছুই পরা উচিৎ নয় যেটা মানানসই নয়। ছেলেদের পোষাকের ভেতর আকর্ষণের কেন্দ্রেবিন্দুতে থাকে পাঞ্জাবী। পাঞ্জাবী ছাড়া ছেলেদের বর্তমান সময়ের কোন অনুষ্ঠান সম্পূর্ন হয় না বললেই চলে ।আর সে জন্য আপনাকে কেনাকাটা করার সময় কাপড়ের মান, রঙ আর স্টাইল এই তিনটি বিষয়ের উপর অবশ্যই নজর রাখতে হবে।

পথে প্রবাসে/ সামিয়া ইসলাম।

You might also like

Leave a Reply

শিরোনাম