জিনসের জাদু

মোটা সুতার পোশাক নাকি ক্রেতারা কম পছন্দ করেন! কিন্তু জিনস? যুগের পর যুগ ধরে জনপ্রিয়তায় অন্যদের টেক্কা দিচ্ছে। তরুণদের কাছে তো বটেই, মধ্যবয়সীরাও পরছেন জিনস। সাদা কার্পাস তুলা দিয়ে তৈরি মোটা সুতা। সেই সুতায় বোনা ডেনিম কাপড়ের ওপর নানা ধরনের রং আর ওয়াশের পর তৈরি হয় জিনসের একেকটি পোশাক।

পথে প্রবাসে
জিনস তারুণ্যের প্রতীক, তাই তো ফ্যাশনে এটি কখনো পুরোনো হয় না। মডেল: সাগর

সারা বছর তো আছেই, শীত আসার আগে আগে ডেনিমের পোশাকের চাহিদা অনেক বেড়ে যায়। ফ্যাশন হাউস ওটুর প্রধান ফ্যাশন পরামর্শক আসিফ ইকবাল যোগ করলেন, তরুণদের মধ্যে ডেনিমের জনপ্রিয়তার কারণেই নানা ধরনের ওয়াশ হচ্ছে আজকাল। বিশেষ করে শীতকালে জিনসের পোশাকে বেশি বৈচিত্র্য দেখা যায়। কারণ, এই সময়ে জিনসের চাহিদা বেশি। টপ ও বটম—দুই ধরনের জিনসের পোশাকই পরছেন তরুণেরা।বাংলাদেশেই এখন অনেক আন্তর্জাতিক ব্র্যান্ডের জিনসের প্যান্ট, শার্ট, কটি বা মেয়েদের টপ তৈরি হয়। দেশি ফ্যাশন হাউসের ডিজাইনাররাও জিনসের পোশাকে নানা ধরনের নিরীক্ষা চালাচ্ছেন। ছোটখাটো নানা ধরনের যোগ-বিয়োগ দেখা যাচ্ছে তাঁদের তৈরি ডেনিম কাপড়ের শার্ট, প্যান্ট বা কটিতে। ফ্যাশন হাউস ফ্রিল্যান্ডের পরিচালন ব্যবস্থাপক মোহাম্মদ পাভেল বলেন, জিনসের তৈরি প্যান্টে এখন জনপ্রিয় কাট বলতে স্ট্রেট, ন্যারো ও স্লিম ফিট—এই তিনটি ধরন দেখা যাচ্ছে। মেয়েদের প্যান্টে কোমরের দিকে চওড়া ইলাস্টিকের ব্যবহার হচ্ছে। ছেলেদের প্যান্টের পকেট বা বোতাম ব্যবহারে কিছুটা বৈচিত্র্য থাকবে।

পথে প্রবাসে/সামিয়া ইসলাম।

You might also like

Leave a Reply

শিরোনাম