চমৎকার লুক দাড়ি-গোঁফে !

এ সময়ের ফ্যাশনে মুখভর্তি দাড়ি-গোঁফ ছেলেদের অধিক জনপ্রিয়। তবে দাড়ির কাটিংয়ে রয়েছে ভিন্নতা। পরিবেশ, গেটআপ ভেদে স্টাইলিংয়েও দেখা যায় রকমফের। আর এ রকমফের সবচেয়ে বেশি নির্ভর করে চুলের কাটিংয়ের ক্ষেত্রে। কোনো কোনো সময় চুলের সঙ্গে মিল রেখে দিতে হয় দাড়ি-গোঁফের কাট। দাড়ি-গোঁফের বিভিন্ন কাটিং আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গন থেকে ছড়ালেও পাওয়া যায় না কাটভেদে বিশেষ কোনো আলাদা নাম। কাটিং বা শেইপ ধরেই ডাকা হচ্ছে বিভিন্ন স্টাইলিং।

thumbnail__MG_9950

মডেলঃ সাগর  

পোম্পাডৌর

মাথার দু’পাশে একদমই ছোট চুলের শেইপ কাটের যে ফ্যাশন এখন বিদ্যমান তা থেকে কিছুটা ভিন্ন এই স্টাইল। পোম্পাডৌরে চুলের কাট দু’পাশে ছোট কিন্তু একদম শেইপ থাকে না। আর সামনের চুলগুলো একটু ঢেউ খেলিয়ে ব্যাক ব্রাশ করা হয়। আর এমন কাটের সঙ্গে বড় দাড়ি-গোঁফ রাখা এখন বেশ জনপ্রিয়। কেননা ফরমাল গেটআপের সঙ্গে বেশি মানানসই এই স্টাইল।

thumbnail__MG_9959

পোম্পাডৌর

মাথার দু’পাশে একদমই ছোট চুলের শেইপ কাটের যে ফ্যাশন এখন বিদ্যমান তা থেকে কিছুটা ভিন্ন এই স্টাইল। পোম্পাডৌরে চুলের কাট দু’পাশে ছোট কিন্তু একদম শেইপ থাকে না। আর সামনের চুলগুলো একটু ঢেউ খেলিয়ে ব্যাক ব্রাশ করা হয়। আর এমন কাটের সঙ্গে বড় দাড়ি-গোঁফ রাখা এখন বেশ জনপ্রিয়। কেননা ফরমাল গেটআপের সঙ্গে বেশি মানানসই এই স্টাইল।

স্টাবল

ছোট চুল, ছোট দাড়ি-গোঁফ এই দুইয়ে মিলে স্টাবল কাট জমে ওঠে। এক্ষেত্রে একদমই খোঁচা খোঁচা দাড়ি-গোঁফ রাখতে হবে। মানে বেশি বড় দাড়ি এই স্টাইলের অন্তর্গত নয়। বিশেষ করে যাদের পাতলা দাড়ি তারা খুব সহজেই এই ফ্যাশনে আসতে পারেন।

বড় চুলে দাড়ি-গোঁফ

বড় চুলে দাড়ি-গোঁফ দেখা যায় ভিন্টেজ অনেক ফ্যাশনে। ঘুরে-ফিরে তা আবার পা দিয়েছে এই যুগে। তবে এবার চুলের কাটের একটু ভিন্নতা দেখা যায়। এক্ষেত্রে চিপের একটু ওপরের অংশেও চুল ছোট করে সাইজে আনা হয় দু’পাশ থেকেই। এর সঙ্গে বড় বা মাঝারি দাড়ি-গোঁফ। যারা একদমই ক্যাজুয়াল থাকতে ভালোবাসেন তাদের জন্য এই স্টাইল বেশি জুতসই।

লেখা : সামিয়া ইসলাম সাম্মী।

শিরোনাম