বাংলাদেশকে হারিয়েই ফাইনাল খেলতে চায় জিম্বাবুয়ে

ত্রিদেশীয় সিরিজের সমীকরণ কিছুটা সহজ হয়ে গেছে। ২ ম্যাচেই বোনাস পয়েন্টসহ জিতে ১০ পয়েন্ট নিয়ে ফাইনালে চলে গেছে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দুই দলেরই পয়েন্ট ৪। দুই দলেরই আর একটি করে খেলা বাকি আছে, প্রতিপক্ষ বাংলাদেশ। যে দল বাংলাদেশকে হারাবে সেই দল ফাইনালের টিকেট পাবার জন্য এগিয়ে যাবে। তবে হারলেও রানরেটের  হিসাব-নিকাশে সুযোগ আসতে পারে। এমন সমীকরণে যেতে চান না জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রিমার। টাইগারদের হারিয়েই ফাইনালে খেলতে চায় জিম্বাবুয়ে।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১২ রানে পরাজিত হয় শ্রীলঙ্কা। অন্যদিকে তৃতীয় ম্যাচে বাংলাদেশের কাছে রেকর্ড ১৬৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল শ্রীলঙ্কা। এদিকে গতকাল (২১ জানুয়ারি) জিম্বাবুয়ের সাথে দ্বিতীয়বারের দেখায় জয় পেয়েছে শ্রীলঙ্কা। তবে রানরেটে জিম্বাবুয়ের থেকে এখনো পিছিয়ে আছে হাথুরুসিংহের দল।

গতকাল প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৯৯ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে। ৩১ বল আর ৫ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই পরাজয় প্রসঙ্গে জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রিমার বলেন, ‘আমার মনে হয়, আমরা ৩০টি রান কম করেছি। ২৩০ হলেই হতো। আমাদের ভালো সুযোগ থাকতো। তাদের লেজের ব্যাটসম্যানদের থেকে আমরা মাত্র এক বা দুই উইকেট পেছনে ছিলাম। ভালো লড়াই হয়েছে। তবে ১৯০-এর মতো রান নিয়ে আসলে লড়াই করা কঠিন।’

জিম্বাবুয়ের পরের ম্যাচ আগামীকাল (২৩ জানুয়ারি), প্রতিপক্ষ বাংলাদেশ। সেই ম্যাচে টাইগারদের হারাতে পারলেই ফাইনালের টিকেট পাবার ভালো সম্ভাবনা তৈরী হবে জিম্বাবুয়ের। তবে হারলে শ্রীলঙ্কার বড় পরাজয়ের জন্য অপেক্ষা করতে হবে। এমন সমীকরণ নিয়ে না ভেবে টাইগারদের হারিয়ে ফাইনালে যেতে চান ক্রিমার, ‘এখন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে গেছে। আমাদের এক দলের বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠতে হবে। দর্শকদের জন্য এটা দারুণ। আমি শুধু আশা করছি, আমরাই সেই দলটি হব।’

সূত্রঃ বিডিক্রিকটাইম ডট কম। 

You might also like

Leave a Reply

শিরোনাম